গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা ফের সড়ক ‌অবরোধ ক‌রে বিক্ষোভ করেছেন।

রোববার সকাল ৭টা থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশ অবরোধ করেন শ্রমিকরা। পরে যৌথবা‌হিনীর অনু‌রো‌ধে সকাল ৯টায় মহাসড়ক ত্যাগ ক‌রে কারখানার সাম‌নে অবস্থান কর‌ছেন।

শ্রমিকরা বলেন, কারখানাটিতে প্রায় ১,৩০০ শ্রমিক কাজ করেন। ১১ মার্চ ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের জন্য সড়ক অবরোধ ক‌রে বিক্ষোভ ক‌রেন তারা। চার ঘণ্টা পর তারা সড়ক ত্যাগ ক‌রেন। ২০ মার্চ শ্রমিকদের কিছু বেতন প‌রি‌শোধ ক‌রে কর্তৃপক্ষ। প‌রে অন্য শ্রমিকরা রোববার সকা‌লে বেতনের জন্য কারখানার সাম‌নে আসেন।

এসময় কারখানার সাম‌নে বন্ধের নো‌টিশ দে‌খে শ্রমিকরা সকাল ৭টায় হো‌সেন মা‌র্কেট এলাকায় ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়ক অবরোধ ক‌রে বিক্ষোভ ক‌রেন। সকাল ৯টায় যৌথবা‌হিনী সমস্যা সমাধানের কথা ব‌লে শ্রমিক‌দের মহাসড়ক থে‌কে কারখানার সাম‌নে সরিয়ে নেয়। বর্তমানে শ্রমিকরা কারখানার সাম‌নে অবস্থান করছে।

শ্রমিক স্বর্ণা‌লী বেগম বলেন, কিছুদিন পরই ঈদ। এখন বেতন-ভাতা আটকে রেখে কারখানা বন্ধ ঘোষণা করা মানে আমাদের জীবন ধ্বংস করে দেওয়া। আমরা দিশেহারা। কীভাবে বাসা ভাড়া দেব, দোকানের বাকি শোধ করব, কিছুই বুঝতে পারছি না।

শ্রমিক শারমিন আক্তার বলেন, ১১ মার্চ বেতনের জন্য মহাসড়ক অবরোধ করার পর ২০ মার্চ কিছু শ্রমিককে বেতন দেয়। আমাদের সমস্যার সমাধানের জন্য তারা কোনো চেষ্টা করেনি।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ টঙ্গী জো‌নের পুলিশ প‌রিদর্শক আ‌মিনুল ইসলাম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করে‌ছি‌ল। মহাসড়ক থে‌কে স‌রে তারা এখন কারখানার সাম‌নে অবস্থান কর‌ছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক অবর ধ ন র জন য অবর ধ ক

এছাড়াও পড়ুন:

গাজীপুরে কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুর মহানগরীর চান্দনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ শনিবার সকাল আটটার দিকে চৌরাস্তা–সংলগ্ন বর্ষা সিনেমা হলের সামনে এ কর্মসূচি শুরু করেন তাঁরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রী, চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আজ সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ধাওয়া দিলে শ্রমিকেরা সড়ক থেকে সরে যান। এতে এলাকাটিতে আবার যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

এর আগে জায়ান্ট নিট ফ্যাশন লিমিটেড নামের কারাখানাটি বন্ধ ঘোষণা করে আজ সকালে বিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ। তাদের দাবি, সার্বিক নিরাপত্তা, কারখানার সম্পত্তি ও জানমালের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ১৩ (১) ধারা মোতাবেক কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও শ্রমিকেরা বলেন, প্রতিদিনের মতো আজ সকালেও শ্রমিকেরা কারখানার কাজে যান। পরে সেখানে গিয়ে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের বিজ্ঞপ্তি দেখতে পান। বিষয়টির প্রতিবাদ জানিয়ে সকাল আটটা থেকে কারখানাটির শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। প্রথমে তাঁরা জয়দেবপুর-ঢাকা রোড অবরোধ করেন। পরে তাঁরা মিছিল নিয়ে ভোগড়া বাইপাসের দিকে এগিয়ে গেলে চান্দনা চৌরাস্তা ও চৌধুরী বাড়ি এলাকার কয়েকটি কারখানা ছুটি দেওয়া হয়। পরে জায়ান্ট নিট ফ্যাশনের শ্রমিকেরা চান্দনা চৌরাস্তা এলাকায় বর্ষা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

কারখানার শ্রমিকেরা বলেন, ২০ মার্চ ওই কারখানার শ্রমিকেরা ঈদ বোনাস ও ১০ দিনের ছুটির দাবিতে কর্মবিরতি পালন করেন। এ ছাড়া শ্রমিকেরা উত্তেজিত হয়ে চার কর্মকর্তাকে মারধর করেন। এ ঘটনায় যৌথ বাহিনী চার শ্রমিককে আটক করে পরে ছেড়ে দেন।

গাজীপুর শিল্প পুলিশ-২–এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় আশপাশের ৮-১০টি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ময়মনসিংহে কারাফটক থেকে তৃতীয়বারের মতো গ্রেপ্তার সাবেক প্যানেল মেয়র
  • ট্রেনে ঈদযাত্রা শুরু 
  • নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী
  • ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুই স্থানে শ্রমিক বিক্ষোভ
  • শ্রীপুরে শ্রমিককে মারধরের জেরে দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার
  • ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে আজ ও কাল
  • ঢাকাসহ বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
  • ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে আরও দু’দিন 
  • গাজীপুরে কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ