গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নার এলাকার একটি সোয়েটার কারখানার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় কয়েকজন আহত হন। পরে উত্তেজিত শ্রমিকরা কারখানাটিতে ভাঙচুর চালায়। 

রবিবার (২৩ মার্চ) সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।  

শ্রমিকরা জানান, ভান্নার এলাকায় অবস্থিত দাইয়ু বাংলাদেশ লিমিডেট কারখানার শ্রমিকরা ছুটির টাকা, টিফিনের টাকা ও ঈদ বোনাস বৃদ্ধির দাবিতে গতকাল শনিবার থেকে আন্দোলন শুরু করেন। ওই কারখানাটিতে ৫-৭ হাজার শ্রমিক কাজ করেন। আজ সকালে আন্দোলনরত শ্রমিকদের মধ্যে বহিরাগতরা অনুপ্রবেশ করেন। এসময় তাদের উস্কানিতে শ্রমিকদের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পরে শ্রমিক ও বহিরাগতরা মিলে কারখানাটিতে ভাঙচুর চালায়। তারা কারখানার সামনে আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। 

আরো পড়ুন:

গাজীপুরে দুই কারখানায় শ্রমিক বিক্ষোভ

দেড় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু  

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, “কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি আগের থেকে স্বাভাবিক। শ্রমিকদের দাবিগুলো এলোমেলো। তাদের ও মালিকপক্ষের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছে।” 

ঢাকা/রেজাউল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘মার্চ ফর ড. ইউনুস’ আগে সংস্কার, তারপর নির্বাচনের দাবিতে শহরে মানববন্ধন 

‘মার্চ ফর ড. ইউনুস’ আগে সংস্কার, তারপর নির্বাচন এই  দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগনের ব্যানারে এই কর্মসুচি পালিত হয়।

এসময় বক্তারা বলেন, আমরা চাই আমাদের দেশটা যেনো ইউরোপ আমেরিকার মতো মাথা উচু করে দাঁড়াতে পারে। আমরা পরিচয় দিতে চাই, এটা সোনার বাংলাদেশ। ইউনুস সরকারের হাত ধরে দেশ সংস্কার হচ্ছে, আমরা চাই, আগে দেশ সংস্কার হোক পরে নির্বাচন। 

দারিদ্রতা নিয়ে কাজ করছে ইউনুস সরকার, তাই দেশের বাহির থেকে তিনি বিনিয়োগকারীদের নিয়ে আসছে। আমরা অবশ্যই এর সুফল পাবো। এছাড়াও সকল নির্বাচনই আমরা চাই এ সরকারের আমলেই হোক এবং সুষ্ঠ নির্বাচন হোক।

এসময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, মো. আলিফ দেওয়ান, রবিউল ইসলাম রবিন, আল আমিন বিন আরশাদ আলী, ফাহিম খন্দকার অনিক ও রাব্বী ইসলাম নিলয়সহ আরো অনেক নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • গাইবান্ধায় নকলের অভিযোগে ১১ পরীক্ষার্থীকে বহিষ্কার
  • ফতুল্লা বাজার পরিদর্শনে সদর ইউএনও’র অসন্তোষ 
  • কলমাকান্দায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মুদি দোকানি গ্রেপ্তার
  • জামালপুরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ
  • মিরসরাইয়ে আ.লীগের তিন নেতার বাড়িতে ভাঙচুর, আহত ২
  • ‘মার্চ ফর ড. ইউনুস’ আগে সংস্কার, তারপর নির্বাচনের দাবিতে শহরে মানববন্ধন 
  • সিদ্ধিরগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে কিশোরগ্যাংয়ের হামলা, আহত ৪
  • শরীয়তপুরে আবারো ককটেল বিস্ফোরণ, সংঘর্ষ
  • বাজি ফাটানো নিয়ে দ্বিতীয় দিনের সংঘর্ষে এএসপিসহ অর্ধশত আহত
  • দেলপাড়া গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ