ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, ৩ এলাকা সবচেয়ে দূষিত
Published: 23rd, March 2025 GMT
বিশ্বের ১২৪টি নগরীর মধ্যে আজ রোববার সকাল ১০টার দিকে বায়ুদূষণে ৯ম অবস্থানে আছে রাজধানী ঢাকা। আজ সকালে আইকিউএয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুমান ১৬০। এ মানকে ‘অস্বাস্থ্যকর’ বিবেচনা করা হয়।
বায়ুদূষণে ঢাকার অবস্থান তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
ঢাকার পশ্চিম নাখালপাড়া সড়কে আজ সকালে বায়ুদূষণ সবচেয়ে বেশি। আইকিউএয়ারের মানসূচকে সেখানকার গড় বায়ুমান ১৮৭। এরপর রয়েছে ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (১৮০) ও সাভারের হেমায়েতপুর (১৭৯)।
আজ আইকিউএয়ারের দেওয়া সতর্কবার্তায় ঢাকাবাসীর উদ্দেশে পরামর্শ, বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।
আজ সকাল ১০টার দিকে বায়ুদূষণে শীর্ষে আছে পাকিস্তানের লাহোর। সেখানকার বায়ুর মান ২৮৪।
গত ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এক দিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। চলতি মাসেরও একই হাল।
রাজধানী ঢাকার বায়ুদূষণের প্রধান উৎসগুলোর মধ্যে আছে কলকারখানা ও যানবাহনের দূষিত ধোঁয়া, ইটভাটা, বর্জ্য পোড়ানো। দূষণ রোধে হাঁকডাক ও নানা ধরনের প্রকল্পও কম হয়নি সরকারি স্তরে, কিন্তু দূষণ কমছে না।
দূষণসংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাপ্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে, ডিসেম্বরে যত বায়ুদূষণ ছিল, তা গত ৯ বছরে সর্বোচ্চ। আবার গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও দূষণের মান ছিল ৯ বছরের মধ্যে সর্বোচ্চ।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আইক উএয় র
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির নতুন চেয়ারম্যান জকরিয়া, মহাসচিব মোজাম্মেল হক
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জকরিয়া। ভাইস চেয়ারম্যান ও মহাসচিব নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোহাম্মদ রুহুল আমিন ও মো. মোজাম্মেল হক চৌধুরী। ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির মেয়াদ ২০২৫-২০২৭ সাল। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সম্প্রতি সংগঠনের সাধারণ পরিষদের ৩০তম সভায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠিত হয়েছে। দেশের যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় কাজ করে যাত্রী কল্যাণ সমিতি।
নতুন কমিটি চেয়ারম্যান মোহাম্মদ জকরিয়া বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব। ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক। মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী সংগঠনের প্রতিষ্ঠাতা।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সৈয়দ আহমদ। যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন তরুণ উদ্যোক্তা তাওহিদুল হক।
কমিটির অন্যরা হলেন অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, প্রচার সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন মাসুদ, দপ্তর সম্পাদক শিক্ষাবিদ অধ্যক্ষ রিজু আকতার চৌধুরী। নতুন কমিটির সদস্যরা হলেন ব্যবসায়ী মোহাম্মদ আরিফ, অধ্যক্ষ রফিকা আফরোজ, ইয়াসমিন আকতার সীমা।
সভায় বলা হয়, বিগত সরকারের সময়ে দেশের বিশৃঙ্খল সড়কব্যবস্থা, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বৃদ্ধি, সড়কে অব্যবস্থাপনা এবং সড়কের বিভিন্ন প্রকল্পে বেপরোয়া দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিল বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তাই সমিতির নিবন্ধন বাতিল করে দিয়েছিলেন তৎকালীন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। এ কারণে দীর্ঘদিন নতুন কমিটি করা যায়নি।
অন্তর্বর্তী সরকারের আমলে যাত্রী কল্যাণ সমিতির নিবন্ধন ফেরত পাওয়ায় প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সভায় সড়ক পরিবহন আইন, নৌ আইন এবং রেল আইন সংশোধন করে যাত্রীদের প্রতিনিধিত্ব নিশ্চিত, যাত্রীদের জন্য গণপরিবহনের ভাড়া নির্ধারণসহ কিছু দাবি জানিয়েছে সমিতি।