দাওয়াত না দেওয়ায় ইফতার মাহফিলের মঞ্চ ভাঙচুরের অভিযোগ
Published: 23rd, March 2025 GMT
ঢাকার সাভারের আশুলিয়ায় বিএনপি নেতাকে দাওয়াত না দেওয়ায় যুবদলের ইফতার মাহফিলের মঞ্চ ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়ভাবে বিএনপির দুই গ্রুপে উত্তেজনা বিরাজ করছে।
শনিবার (২২ মার্চ) আশুলিয়ার ভাদাইল এলাকায় এই ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, ভাদাইল এলাকায় যুবদলের ব্যানারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সে আয়োজনে দাওয়াত না পাওয়ায় স্থানীয় বিএনপি নেতা পিয়ার আলী তার দলবল নিয়ে হামলা চালান। এসময় মঞ্চ ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। ফেলে দেওয়া হয় ইফতার মাহফিলে পরিবেশনের জন্য তৈরি ১৫ পাতিল বিরিয়ানি। এনিয়ে উভয়পক্ষের মধ্যে বড় ধরণের সংঘর্ষে আশঙ্কা তৈরি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
যুবদল নেতা মো.
এ বিষয়ে আশুলিয়া থানা বিএনপির সহ সভাপতি পিয়ার আলী বলেন, “যিনি আয়োজন করেছেন তিনি বিএনপির কোন পোস্টে নেই। তিনি কেন এমন আয়োজন করবেন। এ বিষয়ে পরে কথা বলবো।”
ঢাকা/সাব্বির/টিপু
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের দোয়া ও ইফতার
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু- স্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের নিচতলায় এ আয়োজন করা হয়।
এসময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি এড. সরকার হুমায়ুন কবির ও সাবেক সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধানের যৌথ সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আঃ বারী ভূঁইয়া, জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এড. খোরশেদ আলম মোল্লা, সাবেক সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক হান্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক এড. একেএম ওমর ফারুক নয়ন, সিনিয়র আইনজীবী এড. রফিক আহমেদ, এড. বেনজীর আহমেদ, এড. বোরহান উদ্দিন সরকার, এড. হাফিজুর রহমান মোল্লা, এড.সৈয়দ মশিউর রহমান শাহিন, এড. রকিবুল হাসান শিমুল, এড. কাজী আব্দুর গাফফার, এড. মানিক মিয়া, এড. আলম চৌধুরী, এড. আজিজুর রহমান মোল্লা, এড. ফয়সাল আরেফিন টুটুল, এড. কায়সার আলম চৌধুরী টুটুল, এড. জাহিদ হাসান মুক্তা, এড.একেএম মাহমুদুল হক আলমগীর, এড. নজরুল ইসলাম মাসুম, এড. সিদ্দিকুর রহমান, এড. সুমন মিয়া, এড. হৃদয়, এড.এসএম সায়েম রানা, এড. মাঈনউদ্দিন রেজা, এড. সালাউদ্দীন ভুঁইয়া সবুজ, এড. ফজলুর রহমান ফাহিম, এড. সুমন মিয়া, এড. মাসুদা আক্তার ,এড. লিজা, এড. আসমা হেলেন বিথী, এডভোকেট রাজিব মন্ডল, এড. রাসেল মিয়া, এড. আমিনুল ইসলাম, এড. শাহআলম শামীম, এড. জামান মিয়া, এড. কাজী সুমন, এড.আবুল কালাম আজাদ, এড. আদনান মোল্লা, এড.আবু রায়হান, এড. আশরাফুল বারী ভুঁইয়া, এড. খোরশেদ আলমসহ প্রধানমন্ত্রী আইনজীবী বৃন্দ।