হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জনতার বাজারে সংবাদ সংগ্রহে যাওয়া চার সাংবাদিকের ওপর মাইকে ঘোষণা দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা সাংবাদিকদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং দুটি ক্যামেরা ও ট্রাইপড ভাঙচুর করে।

শনিবার (২২ মার্চ) বিকেলে ঘটনাটি ঘটে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

হামলার শিকার সাংবাদিকরা হলেন- জিটিভি ও বাসসের জেলা প্রতিনিধি মোহাম্মদ নূর উদ্দিন, এশিয়ান টিভির এসএম সুরুজ আলী, দীপ্ত টিভির আখলাছ আহমেদ প্রিয় এবং মাই টিভির নিরঞ্জন গোস্বামী শুভ।

আরো পড়ুন:

বরিশালে পাওনা টাকার জেরে ৩ জনকে কুপিয়ে জখম

লক্ষ্মীপুরে থানার ভেতরে ছাত্রদল নেতার হামলায় আহত ২

এশিয়ান টিভির এসএম সুরুজ আলী জানান, প্রশাসনের নিষেধ থাকা সত্ত্বেও নবীগঞ্জের জনতার বাজারে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর অবৈভাবে গরুর হাট বসানো হয়। প্রভাবশালীরা সেখান থেকে মোটা অঙের টাকা হাতিয়ে নেন। সড়কে চলাচলকারী লোকজন দুর্ভোগে পড়েন। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে বাজার কমিটির লোকজন তাদের সঙ্গে বাকবিতাণ্ডায় জড়ান।

এক পর্যায়ে বাজার কমিটির লোকজন মাইকে ঘোষণা দিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা দুটি ক্যামেরা ও একটি ট্রাইপড ভাঙচুর করে এবং একটি ট্রাইপড ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আহত সাংবাদিকরা হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

এ বিষয়ে জানতে জনতার বাজারে কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‍“আমি থানা এলাকার বাইরে ছিলাম, তবে বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।”

ঢাকা/মামুন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ র ওপর

এছাড়াও পড়ুন:

ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মিজানুর রহমানের পরিচালানয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাছনাত আলী।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন, অধ্যক্ষ অধ্যাপক ড. ইমরান হোসাইন, অধ্যক্ষ অধ্যাপক ড. এএনএম শাহাদাত, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খসরু মিয়া, প্রধান উপদেষ্টার প্রেস ইউং ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ সংবাদদাতা এসএম রাশিদুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, যুগ্ম সচিব আজমুল হক, অ্যাডিশনাল ডিআইজি সানা শামিনুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি আসাদুজ্জামান আসাদ, অ্যাডভোকেট শরিফুল ইসলাম, মোল্লা সাবিরা সুলতানা, শাহরিয়ার সুলতানা সুচি ও  প্রমুখ।  

মাহফিলে বিশ্ববিদ্যালয়টির পাঁচ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল