ঈদে মেহেদিতে হাত রাঙানোর চিন্তা নিশ্চয় আছে? অনেকে হাতে মেহেদি লাগানোর আগে হাতের সৌন্দর্য বাড়ানোর জন্য মেনিকিউর বা ব্লিচ করে থাকেন। রূপ বিশেষজ্ঞরা বলছেন, মেহেদি লাগানোর আগে পরে হাতে ব্লিচ করা যাবে না। তবে হাতে মেনিকিউর করা যাবে। এই আর্টিকেলে জানিয়ে দিচ্ছি হাতে মেহেদি লাগানোর আগে পরে কি কি করতে হবে।
মেহেদির নকশাগুলোতে জনপ্রিয় হচ্ছে, অ্যারাবিক, মানডালা, জলছাপ, চেক, ফ্লোরাল, মিনিমালিজম, ঝুমকা, চেইন, নূপুর, আংটি, ইমারত, ট্যাটু স্টাইল, গোল নকশা, আঙুল নকশা, পানপাতা এবং গম্বুজ। এর বাইরেও মৌলিক নকশায় সাজাতে পারেন হাত।
ধরনভেদে নকশা ভরাট বা হালকা হয়ে থাকে। ভরাট নকশার ক্ষেত্রে চিকন ও মোটা—দুই ধরনের লাইন ব্যবহার করতে হবে। লম্বা হাতের জন্য মানানসই হতে পারে মানডালা নকশা। শুধু নকশা পছন্দ করলেই হবে না।
আরো পড়ুন:
ঈদের আগে বাড়িতেই করে নিন পেডিকিউর
কর্মক্ষেত্রে জনপ্রিয়তা পাচ্ছে ‘সাময়িক অবসর’
মানতে হবে যেসব নিয়ম:
১.
২. হাতে মেহেদি দেওয়ার আগে ভালো করে হাত ধুয়ে শুকিয়ে নিতে হবে।
৩.হাতে মরা কোষ থাকলে হাত মেনিকিউর করে নিতে পারেন।
৪. হাতে প্রাকৃতিক মেহেদি দিলে সারা রাত রেখে দিতে পারলে ভালো। কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘণ্টা রাখতে হবে।
৫. হাত ধুয়ে পরিমাণমতো লেবুর রস ও চিনিমিশ্রিত তুলা দিয়ে আলতোভাবে ডিজাইনের ওপরে লাগিয়ে শুকিয়ে নিতে পারেন। এতে মেহেদির রং গাঢ় এবং স্থায়ী হবে।
বাজার থেকে কেনা মেহেদিতে ক্ষতিগ্রস্ত হয় অনেকের ত্বক। তাই পুরো হাতে মেহেদি ব্যবহারের আগে হাতের কোথাও একটু মেহেদি লাগিয়ে দেখে নিতে পারেন কোনো সমস্যা হচ্ছে কিনা। কোনো সমস্যা হলে মেহেদি লাগানো উচিত হবে না।
ঢাকা/লিপি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও মারডক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই
অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতা জোরদার ও বৈশ্বিক সংযুক্তির লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
গত বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে এ চুক্তিতে স্বাক্ষর করেন মারডক ইউনিভার্সিটির ডেপুটি ভাইস চ্যান্সেলর (গ্লোবাল এনগেজমেন্ট) অধ্যাপক সাইমন ম্যাককার্ডি ও সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো–ভাইস চ্যান্সেলর অধ্যাপক এম মোফাজ্জল হোসেন।
চুক্তি স্বাক্ষরের আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা, শিক্ষাদান, পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, তাঁদের প্রশিক্ষণ এবং যৌথ একাডেমিক কার্যক্রম পরিচালনা করবে; যা উচ্চশিক্ষায় উৎকর্ষতা নিশ্চিত করার ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি রক্ষা করবে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে গবেষণা প্রশিক্ষণ, শিক্ষক উন্নয়ন ও যৌথ একাডেমিক প্রকল্পের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এই চুক্তির মাধ্যমে মারডক বিশ্ববিদ্যালয় ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্বের সূচনা হলো, যা একাডেমিক উদ্ভাবন ও আন্তসাংস্কৃতিক বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচন করবে।