২০০৭ সাল থেকে সাদা বলে দুটি বিশ্বকাপ হচ্ছে ক্রিকেটে। সামনে ওয়ানডে বা টি-টোয়েন্টি যে বিশ্বকাপই থাকে, এখন এশিয়া কাপও হয় সেই সংস্করণে। এমনকি বিশ্বকাপ খেলুড়ে দলগুলোর দ্বিপক্ষীয় সিরিজেও গুরুত্ব পেতে থাকে পরবর্তী বিশ্বকাপ সংস্করণের ক্রিকেট।

আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে সেপ্টেম্বরে ভারতে হওয়ার কথা এশিয়া কাপ ক্রিকেট। বিশ্বকাপ যেহেতু টি-টোয়েন্টি সংস্করণের, এশিয়া কাপেও টি-টোয়েন্টিই হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড তো দুই দেশের মধ্যে আসন্ন দুটি সিরিজ থেকেও ওয়ানডে পুরোপুরি ছেঁটে ফেলেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মে মাসে পাকিস্তান এবং জুলাই মাসে বাংলাদেশে হতে যাওয়া দুটি সিরিজের ৮টি ম্যাচই হবে টি-টোয়েন্টি সংস্করণে।

আগামী বিশ্বকাপ ও এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। মূলত এ কারণেই দুই বোর্ড মনে করেছে এখন টি-টোয়েন্টি ম্যাচই বেশি খেলা উচিত। বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা

ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী আগামী মে মাসে পাঁচ ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তানে যাওয়ার কথা। কিন্তু দুই বোর্ডের সম্মতিতে ওয়ানডের পরিবর্তে সিরিজটা এখন হবে পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের। আবার এফটিপির বাইরে জুলাই মাসে বাংলাদেশে এসে পাকিস্তানের খেলার কথা ছিল তিন ওয়ানডের সিরিজ। সেটিও এখন টি-টোয়েন্টি সিরিজে রূপান্তরিত হয়ে গেছে। বিসিবি সূত্রে জানা গেছে, মিরপুরে এই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ২০, ২২ ও ২৪ জুলাই। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে বাংলাদেশে এসে ম্যাচ তিনটি খেলবে পাকিস্তান দল।

বাংলাদেশ ও পাকিস্তান ওয়ানডেতে সর্বশেষ মুখোমুখি হয়েছে ২০২৩ বিশ্বকাপে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বক প স স করণ

এছাড়াও পড়ুন:

ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকা’র নতুন কমিটি গঠন

ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ঠাকুরগাঁও জেলার সাংবাদিকদের সংগঠন ‘ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম, ঢাকা’–এর নতুন কমিটি গঠন করা হয়েছে। 

বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির সভাপতি ও সমকালের সিনিয়র রিপোর্টার দেলওয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার রাজধানীর বাংলামোটরে রুপায়ন ট্রেড সেন্টারে অবস্থিত একটি ক্লাবে সংগঠনের সাধারণ সভা ও ইফতার মাহফিল শেষে ১১ সদস্যবিশিষ্ট নতুন এই কমিটি ঘোষণা করা হয়। দুই বছরের জন্য ঘোষিত কমিটির নির্বাচিত অন্যরা হলেন-সহসভাপতি সময় টেলিভিশনের মাহবুব আলম রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক কালবেলার সিনিয়র রিপোর্টার শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ৭১ টেলিভিশনের আব্দুল লতিফ, অর্থ সম্পাদক বাসসের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক জিটিভির সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন ও নারী বিষয়ক সম্পাদক বাংলাদেশ বেতারের নাহিদ শিউলী।

কার্যনির্বাহী সদস্যরা হলেন-ইনকিলাবের প্রধান প্রতিবেদক ফারুক হোসাইন, ডিবিসির আরবী নূর আপন ও ৭১ টেলিভিশনের নূর তাজমিন নীর। সংগঠনের উপদেষ্টা মনোনীত হয়েছেন, সিনিয়র সাংবাদিক মশিউর রহমান, প্রথম আলোর সারা বাংলার প্রধান তুহিন সাইফুল্লাহ ও ঢাকা পোস্টের সিনিয়র নিউজ এডিটর মাহাবুর আলম সোহাগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব বদরে মুনির ফেরদৌস, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, ঢাকা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন, মো. নজরুল ইসলাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব তৌফিক ইমাম ও নিউ ভিশন গ্রুপের ইসি চেয়ারম্যান বেলাল হোসাইন।

সম্পর্কিত নিবন্ধ