বিশ্বকাপের টিকিট পেতে ব্রাজিলের বিপক্ষে যা করতে হবে আর্জেন্টিনাকে
Published: 23rd, March 2025 GMT
২০২৬ বিশ্বকাপের এখনো এক বছরের বেশি সময় বাকি। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত এই বিশ্বকাপের টিকিট কাটতে শুরু করেছে দেশগুলো।
কদিন আগে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে এশিয়ান পরাশক্তি জাপান। এখন দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে সবার আগে বিশ্বকাপের টিকিট কাটার সুযোগ আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।
গত নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতেই বিশ্বকাপের টিকিট কাটার মঞ্চ প্রস্তুত করে রেখেছিল আর্জেন্টিনা। অপেক্ষা ছিল কেবল শুধু আর দুটো ম্যাচের। সেই দুই ম্যাচের একটিতে গতকাল উরুগুয়ের বিপক্ষে জয় পেয়েছে আলবিসেলেস্তারা।
আরও পড়ুনমার্চেই বিশ্বকাপের টিকিট পেতে পারে আর্জেন্টিনাসহ আর যেসব দল২০ মার্চ ২০২৫এখন অপেক্ষা কেবল ব্রাজিলের বিপক্ষ ম্যাচের। সেই ম্যাচে ব্রাজিলের বিপক্ষ জয়ের প্রয়োজন নেই, ন্যূনতম একটি ড্র পেলেই যথেষ্ট। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে একটি পয়েন্ট পেলেই নিশ্চিত হবে আর্জেন্টিনার সরাসরি বিশ্বকাপ খেলা।
তবে এত কিছু করা নাও লাগতে পারে আর্জেন্টিনার। একই দিন আর্জেন্টিনার আগেই উরুগুয়ের মুখোমুখি হবে বলিভিয়া। সেই ম্যাচে বলিভিয়া পয়েন্ট হারালে মাঠে নামার আগেই আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত হবে। তবে এই ম্যাচে বলিভিয়া জিতলে অপেক্ষা করতে হবে স্কালোনির দলকে।
উরুগুয়ের বিপক্ষে জিতে এখন ব্রাজিলের অপেক্ষায় আর্জেন্টিনা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বক প র ট ক ট আর জ ন ট ন র
এছাড়াও পড়ুন:
তামিমের হার্টে রিং পরানো হয়েছে
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে আছেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ দুপুরে প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তামিমের দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। এখন পরিস্থিতি উন্নতির দিকে।
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে আজ সকালে সাভারের বিকেএসপিতে যান তামিম। সকালে মোহামেডান স্পোর্টিং ক্লাব-শাইনপুকুর ম্যাচের টসেও অংশ নেন। তবে ফিল্ডিংয়ে নামার আগে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাঁকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোহামেডান-শাইনপুকুর ম্যাচের রেফারি দেবব্রত পাল হাসপাতাল থেকে জানান, তামিমের এনজিওগ্রাম করিয়ে হার্টে ব্লক পাওয়া গেছে।
তামিমকে ঢাকায় আনতে বিকেএসপিতে একটি হেলিকপ্টার নেওয়া হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণে তাতে ওঠানো যায়নি। এরপর ফজিলাতুন্নেছা হাসপাতালেই রিং পরানোর উদ্যোগ নেওয়া হয়।
মোহামেডানের ম্যানেজার সাজ্জাদ আহমেদ প্রথম আলোকে জানিয়েছেন, ‘আমরা তাঁর জ্ঞান ফেরার অপেক্ষায় আছি। একটু স্থিতিশীল অবস্থা হলে পরবর্তী চিন্তা করব।’
এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমিও শুনেছি তাকে রিং পরানো হয়েছে। কিন্তু এখনো পৌঁছাতে পারিনি। তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।