কুষ্টিয়ার মিরপুরে সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। এ সময় বাসযাত্রীদের কাছ থেকে টাকা ও মালপত্র লুট করা হয়। গতকাল শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের ভাঙা বটতৈলে এ ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় বাসচালক আমজাদ হোসেন আহত হয়েছেন। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে ডাকাতির সময় তিনজনকে ধরে ফেলেন স্থানীয় লোকজন। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়ায় ডাকাতির ঘটনায় এসবি সুপার ডিলাক্স বাসের চালক আমজাদ হোসেন বলেন, রাত পৌনে ১১টার দিকে ঢাকা থেকে তাদের বাসটি কুষ্টিয়ার উদ্দেশে ছাড়ে। কুষ্টিয়া কাউন্টারে রাত সাড়ে ৩টায় যাত্রী নামিয়ে সাহ্‌রি শেষ করে মেহেরপুরের দিকে যাচ্ছিলাম। ভোর রাত সাড়ে ৪টার দিকে মিরপুর উপজেলার ভাঙ্গা বটতৈলে পৌঁছালে সড়কে গাছ ফেলা ও একটি ট্রাক আড়াআড়ি রাখা দেখে বাসের গতি কমিয়ে ফেলা হয়। এ সময় বাসের পাশাপাশি কয়েকটি ট্রাক ও নছিমন আটকা পড়ে। এর পর একদল মুখোশধারী দরজা-জানালার গ্লাস ভেঙে বাসে ঢুকে বাস থামাতে বলে। তিনি বলেন, আমি বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এর পর যাত্রী ও বাসের স্টাফদের মারধর করে তাদের টাকা, মোবাইল ও অন্যান্য মালপত্র নিয়ে যায়।

আহত চালক আরও বলেন, বাসের পাশে আটকে পড়া গাড়িগুলোতেও ডাকাতি করেছে তারা। তাদের মারধরও করা হয়েছে।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। তবে বাসটিতে তেমন যাত্রী ছিল না বলে জানতে পেরেছি। এ ঘটনার তদন্ত চলছে।

এ ব্যাপারে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে পুলিশের টিম কাজ করছে।

মেরিন ড্রাইভ সড়কে ডাকাতির সময় আটক
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে ডাকাতির সময় তিনজনকে আটক করেছেন স্থানীয়রা। শনিবার দুপুর ১২টার দিকে টেকনাফ মেরিন ড্রাইভের মুন্ডার ডেইল এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন– টেকনাফ সদর ইউনিয়নের রাকিব আহমেদ (২৭), ওমর ফারুক (৩০) ও হাতিয়ার ঘোনার রুবেল।

ভুক্তভোগী নারী খুরশিদা বেগম বলেন, দুপুরে টেকনাফ থেকে অটোরিকশায় আমরা চারজন বাড়ি ফিরছিলাম। পথে তিন যুবক মোটরসাইকেলে আমাদের পেছনে আসতে থাকে। এক পর্যায়ে মুন্ডার ডেইল এলাকায় অটোরিকশা থামিয়ে মারধর ও ছুরি দেখিয়ে টাকা দিতে বলে। তখন স্থানীয়রা তাদের মোটরসাইকেলসহ আটক করে পুলিশকে দেন।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মেরিন ড্রাইভে তিন যুবককে আটক করেছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাদের ধরে এনেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

টেকনাফে অটোরিকশা থামিয়ে অপহরণ চেষ্টা, আটক ৩

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে অটোরিকশা থামিয়ে যাত্রীদের অপহরণের চেষ্টাকালে তিনজনকে আটক করেছেন স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

শনিবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকায় ঘটনাটি ঘটে। টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- টেকনাফ সদর উপজেলার দরগার ছড়া এলাকার মো. রাকিব (২৪), সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা ৩ নম্বর ওয়ার্ড এলাকার মো. রুবেল (৩০) এবং টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার ওমর ফারুক (২৭)।

আরো পড়ুন:

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আটক ৭

জুলাই বিপ্লবে শহীদ জসিমের মেয়েকে ‌সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১

টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দিন জানান, অটোরিকশার গতিরোধ করে যাত্রীদের অপহরণের চেষ্টা করেন কিছু ব্যক্তি। এসময় যাত্রীদের চিৎকার শুনে আশপাশে থাকা লোকজন এগিয়ে এসে তিনজনকে ধরে ফেলেন। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। এসময় আটককৃতদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ভক্তের মুখের ওপর উদ্‌যাপন করতে চান রোনালদো
  • টেকনাফে অটোরিকশা থামিয়ে অপহরণ চেষ্টা, আটক ৩
  • সিরাজগঞ্জে চাচা-ভাতিজাকে খুনের ঘটনায় গ্রেপ্তার ৩
  • সোয়ারীঘাটে গণপিটুনিতে নিহত তরুণের পরিচয় পাওয়া গেছে