ফেসবুকে লিখেই মানুষের মুখে ফোটান হাসি
Published: 22nd, March 2025 GMT
সিরাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে ৫২ পরিবারের অন্ধ, প্রতিবন্ধী, বিধবা ও অসহায় মানুষের মাঝে ২ লাখ ৬০ হাজার টাকার রোজা ও ঈদসামগ্রী তুলে দেন স্থানীয় তরুণ সংগঠক ও উদ্যোক্তা মামুন বিশ্বাস। তিনি বলেন, ‘কারও অভাব দেখলে আমি স্বাভাবিক থাকতে পারি না। কারও কষ্ট আমাকে ব্যথিত করে তোলে। আমার অনেক টাকা নেই। তবে ফেসবুক আছে। কেউ কোনো সমস্যায় পড়লে আমার কাছে এলে আমি তার সম্পর্কে বিস্তারিত জেনে ফেসবুকে তা তুলে ধরি। এরপর দেশ-বিদেশের মানুষ আমাকে বিশ্বাস করে সেই মানুষটির পাশে দাঁড়ায়। এই এক ফেসবুক পোস্টের মাধ্যমে কতো মানুষের উপকার করেছি তার ইয়ত্তা নেই! এই রমজান এবং ঈদকে ঘিরে আমার পরিচিত কয়েকজন ফেসবুক ভাইবোন টাকা পাঠিয়েছিলেন। সেই টাকা দিয়ে ৫২ অসচ্ছল পরিবারে পুরো রমজান মাসের খাবার এবং ঈদসামগ্রী বিতরণ করি। এর জন্য সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর,
উল্লাপাড়া, বেলকুচি ও এনায়েতপুরের প্রত্যন্ত অঞ্চল বেছে নেওয়া হয়।’
মামুন বিশ্বাসের জন্ম আর বেড়ে ওঠা প্রত্যন্ত গ্রামে, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের আগনুকালী গ্রামে। পড়াশোনা করেছেন সিরাজগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে। বাবা স্কুলশিক্ষক আর বড় ভাই ব্যবসা করেন। ভাইয়ের সঙ্গে ব্যবসা দেখাশোনার পাশাপাশি অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এই যুবক। মূলত আর্থিকভাবে অসচ্ছল বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মামুন বিশ্বাসের কাজ। মামুন যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মানুষের পাশে দাঁড়ান সেই ফেসবুক আইডিতে আছে এক লাখের মতো ফলোয়ার।
তাদের কাছে সহায়তা চেয়ে পোস্ট দিলেই মুহূর্তেই চলে আসে কাঙ্ক্ষিত অর্থ। তখনই মামুন আরেকটি পোস্ট দিয়ে সবাইকে জানিয়ে দেন, টাকার ব্যবস্থা হয়েছে আর প্রয়োজন নেই। অসহায় ব্যক্তি বা পরিবারের হাতে টাকা তুলে দিয়ে সব হিসাব ফেসবুকেই জানিয়ে দেন মামুন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ফ সব ক স র জগঞ জ ফ সব ক অসহ য়
এছাড়াও পড়ুন:
নিগারদের যেন রেকর্ড ভাঙা–গড়ার নেশায় পেয়েছে
ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দারুণ ব্যাট করছেন বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের মেয়েদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিগাররা তুলেছিলেন ২৭৬ রান—আনঅফিশিয়াল ম্যাচ হওয়ায় যেটা রেকর্ড হয়নি। কীসের রেকর্ড? বাংলাদেশের মেয়েদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।
তবে বাছাইপর্বে লাহোরে থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে নেমেই রেকর্ডটি গড়েন নিগাররা। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে ২৫২ রানের রেকর্ড ভেঙে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল তুলেছিল ২৭১ রান। আজ সেই লাহোরেই বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে সে রেকর্ডও ভেঙে নতুন রেকর্ড গড়েছে লাল–সবুজের প্রতিনিধিরা।
আরও পড়ুনবিসিবিতে হঠাৎ দুদক, তিন বিষয়ে তদন্ত১ ঘণ্টা আগেলাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২৭৬ রান তুলেছে বাংলাদেশ। বাংলাদেশের মেয়েদের ওয়ানডে ইতিহাসে এটিই এখন সর্বোচ্চ দলীয় সংগ্রহ। থাইল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা বাংলাদেশ অধিনায়ক নিগার আজও বড় রান পেয়েছেন। ১১ চারে ৫৯ বলে ১৪০.৬৭ স্ট্রাইকরেটে করেন অপরাজিত ৮৩ রান।
আরও দুটি ফিফটি আছে বাংলাদেশের ইনিংসে। ওপেনার ফারজানা হক করেন ৮৪ বলে ৫৭ এবং শারমিনের ব্যাট থেকে এসেছে ৭৯ বলে ৫৭ রানের ইনিংস। থাইল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশের এ তিন ব্যাটার রান পেয়েছিলেন। সে ম্যাচে নিগারের ১০১ রানের পাশাপাশি শারমিন ৯৪ রানে অপরাজিত ছিলেন এবং ফারজানা করেন ৫৩।
স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শুরুটা ছিল মন্থর। ১৪ রান করা ওপেনার ইশমা তানজিম ৮.৩ ওভারে যখন আউট হন, বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৩৫। এরপর দ্বিতীয় উইকেটে বাংলাদেশ ইনিংসের ভিত গড়েন শারমিন ও ফারজানা। ১২৭ বলে ১০৩ রানের জুটি গড়েন দুজন, যেখানে ফারজানার অবদান ৪৮ বলে ৪০ ও শারমিনের ৭৯ বলে ৫৭।
আরও পড়ুনর্যাঙ্কিংয়েও সুখবর, ক্যারিয়ার-সর্বোচ্চ অবস্থানে নিগার, শারমিন ও রাবেয়া২ ঘণ্টা আগেত্রিশতম ওভারে শারমিন আউট হওয়ার পর আট ওভারের মধ্যে ফারজানা ও সোবহানা মোস্তারিও (৯) আউট হন। ৩৭.৫ ওভারে বাংলাদেশের স্কোর তখন ৪ উইকেটে ১৭৬।
এখান থেকে পঞ্চম উইকেটে রিতু মনির সঙ্গে ৩৭ এবং ষষ্ঠ উইকেটে ফাহিমার সঙ্গে ৪৪ বলে ৬১ রানের জুটি গড়েন নিগার। ২২ বলে ২৬ রান করেন ফাহিমা। ১৬টি ওয়াইড দিয়েছেন স্কটল্যান্ডের বোলাররা।
বিশ্বকাপ বাছাইয়ে এ পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই জিতেছে বাংলাদেশ। থাইল্যান্ডকে ১৭৮ রানে হারানোর পর আয়ারল্যান্ডের বিপক্ষে ২ উইকেটে জেতে নিগারের দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৬/৬ (নিগার ৮৩*, শারমিন ৫৭, ফারজানা ৫৭, ফাহিমা ২৬; ব্রাইস ২/৫৩, র্যাচেল ১/৩৩, চোলে ১/৩৭, প্রিয়ানাজ ১/৩৪)।