নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ওরাও হাসুক ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ করা হচ্ছে। স্বেচ্ছাসেবী এই সংগঠন প্রতিবছর ঈদ ও রমজানে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা প্রদান করে। সংগঠনের লক্ষ্য কেবল সহায়তা নয়, বরং সমাজের প্রত্যেক মানুষের জন্য ভালোবাসা, সহানুভূতি এবং সমবেদনা সৃষ্টি করা। 
ওরাও হাসুক ফাউন্ডেশন তাদের বার্ষিক উদ্যোগে কেন্দুয়া উপজেলার ভূঁইয়ার বাজার এলাকায় প্রায় অর্ধশত দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে ইফতার এবং ঈদউপহার সামগ্রী বিতরণ করে। এ উদ্যোগে তারাই উপকৃত হয়েছেন, যারা দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে অক্ষম।
সংগঠনের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে ওরাও হাসুক ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা আজহারুল ইসলাম বলেন, ‌‘আমাদের এই কার্যক্রম গত কয়েক বছর ধরে পরিচালিত হচ্ছে। সংগঠনের সদস্যরাই এ কাজে অংশগ্রহণ করেন। অর্থাৎ তাদের সহায়তায় আমরা ফান্ড তৈরি করে মানুষের পাশে দাঁড়াই। এর জন্য নানান প্রতিকূলতার মুখেও পড়তে হয়েছে আমাদের। তাই বলে কখনও দমে যাইনি। এটি বলতে পারি যে, ভবিষ্যতে এ উদ্যোগ আরও বড় আকারে সম্প্রসারিত হবে এবং আরও বেশি পরিবার এ সহায়তা গ্রহণ করতে সক্ষম হবে। এর জন্য আমরা আমাদের সব প্রচেষ্টা অব্যাহত রাখব।’ u

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স গঠন

এছাড়াও পড়ুন:

এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপের হুমকি ট্রাম্পের

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক সত্তা হিসেবে বিবেচনা করে তার ওপর কর আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ববিদ্যালয়টির জন্য ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল স্থগিত করার পর মঙ্গলবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এক পোস্টে এ হুমকি দিয়েছেন। 

ট্রাম্প বলেছেন, “হার্ভার্ড যদি রাজনৈতিক, আদর্শিক ও সন্ত্রাসবাদী অনুপ্রেরণা/সমর্থনমূলক ‘অসুস্থতা?’ প্রচার করতে থাকে, তাহলে তার করমুক্তির মর্যাদা হারানো উচিত এবং রাজনৈতিক সত্তা হিসেবে কর আরোপের আওতায় আনা উচিত। মনে রাখবেন, করমুক্তির মর্যাদা সম্পূর্ণরূপে জনস্বার্থে কাজ করার উপর নির্ভরশীল!” 

ক্যাম্পাসগুলোতে ইহুদি বিদ্বেষ মোকাবেলা করতে গত সপ্তাহে হার্ভার্ডকে এক গুচ্ছ দাবির একটি তালিকা পাঠানোর কথা জানিয়েছিল হোয়াইট হাউজ। এর মধ্যে হার্ভার্ডের বৈচিত্র্য, ন্যায্যতা এবং অন্তর্ভুক্তি কর্মসূচি বাতিল করা, ক্যাম্পাসে বিক্ষোভে মুখোশ নিষিদ্ধ করা, যোগ্যতা-ভিত্তিক নিয়োগ ও ভর্তি সংস্কার এবং অনুষদ ও প্রশাসকদের বৃত্তির চেয়ে সক্রিয়তার প্রতি বেশি প্রতিশ্রুতিবদ্ধ থাকার ক্ষমতা হ্রাস করার মতো বিষয়গুলো ছিল।

তবে সোমবার প্রশাসনের এসব দাবি প্রত্যাখ্যান করে হার্ভার্ড বলেছে, হোয়াইট হাউজ তাদের ‘নিয়ন্ত্রণ’ করার চেষ্টা করেছে। এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো বড় বিশ্ববিদ্যালয় তাদের নীতি পরিবর্তনের জন্য ট্রাম্প প্রশাসনের চাপকে প্রত্যাখ্যান করলো।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ