খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ জনতার হাতে ৩ জন আটক
Published: 22nd, March 2025 GMT
ভোলার দক্ষিণ দিঘলদীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচার করার সময় ৫০ বস্তা চাল আটক করেছে জনতা। শনিবার ভোররাতে শান্তিরহাট বাজারে চালসহ দুই অটোচালক ও ডিলার প্রতিনিধিকে আটক করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে তুলে দেন তারা। কিন্তু তিনি ডিলারের গুদাম তালা মেরে চাল বিতরণ সাময়িক বন্ধ রাখলেও চোরাকারবারির সঙ্গে জড়িত ডিলারের প্রতিনিধি ও অটোচালকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তাদের ছেড়ে দেন। এতে ক্ষুব্ধ এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের চারটি ওয়ার্ডের সুবিধাভোগীদের জন্য বরাদ্দকৃত ৪৫০ বস্তা (১৩.
শাহজল, কবির, ফখরুল খন্দকার, সুমন, মন্নান মাঝি, মো. ইউসুফসহ অনেকের অভিযোগ, এ ডিলার আগেও বরাদ্দকৃত চাল সুবিধাভোগীদের না দিয়ে বেশি দামে খোলা বাজারে বিক্রি করেছেন। এর প্রতিবাদ করলে সাধারণ মানুষের সঙ্গে অন্যায় আচরণ করতেন। কিন্তু শুক্রবার সন্ধ্যায় জেলা সদর থেকে চাল এনে শান্তিরহাট গুদামে রাখার পর থেকেই তা নজরদারিতে রাখেন স্থানীয়রা। ভোররাতে গুদাম থেকে গোপনে চাল সরিয়ে নেওয়ার সময় চাল আটক করে কর্তৃপক্ষকে খবর দেন তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে যান ট্যাগ অফিসার আবদুর রাজ্জাক ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল মালেক তালুকদার। তারা অটোরিকশার ৫০ বস্তা চালসহ পুরো চাল (৪৫০ বস্তা) ডিলারের গুদামে তালাবদ্ধ করে বিতরণ কাজ সাময়িক বন্ধ রাখেন। তবে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নিয়ে ডিলার প্রতিনিধি ও চাল পরিবহন করা অটোচালকদের ছেড়ে দেন। এর প্রতিবাদে বিক্ষোভ করেন এলাকাবাসী। তখন পুলিশের একটি দলও ঘটনাস্থলে যায়।
চাল বিতরণের দায়িত্বে থাকা আবদুর রাজ্জাক বলেন, চাল বিতরণের পূর্বনির্ধারিত সময় অনুযায়ী তারা গিয়ে দেখেন কিছু চাল বাইরে অটোরিকশায়। লোকজন বোরাক ঘিরে রেখেছেন। এরপর আর চাল বিতরণ হয়নি।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল মালেক তালুকদার বলেন, দুটি গাড়িতে ৫০ বস্তা চাল স্থানীয়রা আটকে রাখেন। তবে কী কারণে চাল গুদামের বাইরে এনেছেন ডিলার তার সদুত্তর দিতে পারেননি। আইনগতভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ডিলার প্রতিনিধি ও অটোচালকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেওয়ার বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দাবি করেন, চালের বস্তার হিসাব করার সময় ডিলার প্রতিনিধি ইমতিয়াজ পালিয়ে যান। অটোচালকরা তাঁর আসার আগেই চলে গেছেন। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা করার নির্দেশ দিয়েছেন ইউএনও মো. আরিফুজ্জামান।
ডিলার প্রতিনিধি ইমতিয়াজ নাহিদের ভাষ্য, তারা একই দিনে দুই স্থান থেকে চাল বিতরণ করতে চেয়েছিলেন। সে কারণে তারা ৫০ বস্তা চাল গুদামের বাইরে এনেছেন।
দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের ৪৫০ জন সুবিধাভোগীর জন্য ১৩ দশমিক ৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়,
যা শনিবার পরিবারপ্রতি ৩০ কেজি বিতরণের কথা ছিল।
উৎস: Samakal
কীওয়ার্ড: চ ল ব তরণ ব তরণ র ব যবস থ র সময় উপজ ল চ লসহ
এছাড়াও পড়ুন:
বিদেশি বিনিয়োগকারীদের ইজেডে নিয়ে যাবে বিডা
বিদেশি বিনিয়োগকারীদের অর্থনৈতিক অঞ্চলগুলো (ইজেডে) ঘুরে দেখাবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এতে চট্টগ্রাম, মিরসরাই ও কোরিয়ান ইপিজেডের বিনিয়োগ অবকাঠামো ও পরিবেশের বিভিন্ন দিক বিশেষভাবে তুলে ধরা হবে। আগামী এপ্রিলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে অংশ নিতে যেসব বিদেশি বিনিয়োগকারী ঢাকায় আসবেন, তাদের জন্য থাকছে এই আয়োজন।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট উপলক্ষে রোববার রাজধানীর ইস্কাটনে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
আশিক চৌধুরী জানান, আগামী ৭ থেকে ১০ এপ্রিল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ অনুষ্ঠিত হবে। ৯ এপ্রিল সামিটের মূল পর্বের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এর আগে ৭ এপ্রিল দক্ষিণ কোরিয়ার ২৬ সদস্যের একটি প্রতিনিধি দলসহ বিদেশি বিনিয়োগকারীরা চট্টগ্রাম, মিরসরাই ও কোরিয়ান ইপিজেড পরিদর্শন করবেন। একই দিন ঢাকায় থাকবে স্টার্টআপ সংযোগ কার্যক্রম। ৮ এপ্রিল বিদেশি বিনিয়োগকারীরা নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাবেন। দিন শেষে একটি বিশেষ নেটওয়ার্কিং সেশনও হবে।
আশিক চৌধুরী বলেন, দীর্ঘ মেয়াদে সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে এই বিনিয়োগ সম্মেলন করতে যাচ্ছে বিডা। এর মাধ্যমে দেশের বিনিয়োগ সম্ভাবনা, জুলাই বিপ্লব-পরবর্তী অর্থনৈতিক সংস্কারের বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ সংযোগ তৈরির চেষ্টা করা হবে। এতে চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, জাপান, ভারতসহ ৫০টি দেশ থেকে ৫৫০ জনের বেশি প্রতিনিধি অংশ নেবেন।
বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, ৯ এপ্রিল সম্মেলনস্থলে ইলন মাস্কের স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে। অংশগ্রহণকারীরা সেটি ব্যবহার করতে পারবেন। ওই দিন স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে সম্মেলনের সরাসরি সম্প্রচার করা হবে।
আশিক চৌধুরী বলেন, এ সম্মেলনের মাধ্যমে বিনিয়োগকারীদের এ দেশের সম্ভাবনা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগবান্ধব নীতি এবং সংস্কৃতি সম্পর্কে জানানো হবে। সবচেয়ে বেশি সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করা যাবে– এমন পাঁচটি খাতকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা করা হয়েছে। খাতগুলো হচ্ছে– নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল ইকোনমি, তৈরি পোশাক ও বস্ত্র, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও হেলথকেয়ার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সামিটে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা পরস্পরের মধ্যে যোগাযাগের পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের সুযোগ পাবেন। রাজনৈতিক দল তিনটি হলো– বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সম্মেলনে এসব দলের জন্য আলাদা কক্ষ থাকবে। এ ছাড়া দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিস্থিতি বিষয়ে আশ্বস্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার জন্য আলাদা কক্ষ রাখা হচ্ছে। যেখানে বিনিয়োগকারীরা তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সভা করতে পারবেন।
এই বিনিয়োগ সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্বরা অংশ নেবেন। থাকবেন জারা গ্রুপের সিইও অস্কার গার্সিয়া মেসেইরাস, ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলাইয়েম, ব্রিটিশ ব্যারোনেস রোজি উইন্টারটন, স্যামসাং সি অ্যান্ড টির ভাইস প্রেসিডেন্ট কিয়ংসু লি, গিওর্দানোর সিইও জুনসিওক হান, এক্সেলারেট এনার্জির প্রেসিডেন্ট স্টিভেন কোবোস, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উবারের পাবলিক পলিসি প্রধান মাইক অর্গিল এবং মেটার পাবলিক পলিসি ডিরেক্টর সারিম আজিজ।