কৃষ্ণ অ্যালবামের মাধ্যমে বাংলা লোকগানের সঙ্গে পাশ্চাত্যের সংগীতের মিশ্রণ ঘটিয়ে নিজেকে জানান দেন হাবিব ওয়াহিদ। পরের বছর প্রকাশ করেন মায়া নামের আরেকটি অ্যালবাম। মিক্সড এ অ্যালবামের গানগুলোও শ্রোতাপ্রিয় হয়। দুই অ্যালবামে গান করে জনপ্রিয়তা পান কায়া, হেলাল, জুলি, কণিকা ও নির্ঝর। এ দুই অ্যালবামের নেপথ্যে কাজ করলেও হাবিবকে পাওয়া যায়নি গায়ক হিসেবে।

গায়ক হিসেবে হাবিবের আত্মপ্রকাশ ‘ময়না গো’ অ্যালবামে দিয়ে। অ্যালবামটির ‘দিন গেল’ গান মুক্তির পরই আলোচিত হয়। গানটি হাবিবকে গায়ক হিসেবে শ্রোতাদের কাছে পরিচিত করে তোলে।

হাবিব ওয়াহিদ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাজেটবান্ধব মডেল

ঈদ আনন্দকে স্মার্ট ডিভাইসে উপভোগ্য করতে রয়েছে ২০ হাজার টাকার মধ্যে বেশ কিছু স্মার্টফোন। স্মার্টফোনের প্রতিযোগিতায় ২০ হাজার টাকার মধ্যে রয়েছে সময়োপযোগী কয়েকটি মডেল। স্পার্ক সিরিজের ৩০, ৩০ প্রো, ৩০ সি আর গো ওয়ান মডেল রয়েছে সে তালিকায়।
মডেল স্পার্ক থার্টি
টিইউভি রাইনল্যান্ডের সনদপ্রাপ্ত মডেলে রয়েছে পাঁচ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা। ৩৩ ওয়াট ফাস্ট চার্জ তিনটি ইন্টেলিজেন্ট চার্জিং মোড অফার করে। ৭০ মিনিটে চার্জ হয় শূন্য থেকে শতভাগ। থ্রিএক্স লসলেস জুম ও ১০এক্স ডিজিটাল জুম এবং প্রধান ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল। প্রসেসর হবে মিডিয়াটেক হেলিও জি১০০ চিপসেট।
৬৪ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬৮২ প্রধান ক্যামেরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ এআইজিসি পোর্ট্রেট, এআই ইরেজার ও এআই আর্টবোর্ড ছাড়াও বিস্তৃত পরিসরের সর্বাধুনিক এআইভিত্তিক ফিচার।
মডেল স্পার্ক ৩০সি
মডেলে রয়েছে ৫০ মাসের দীর্ঘস্থায়ী ফ্লুয়েন্সি; ফলে চার বছরের বেশি সময় ধরে কোনো রকম ল্যাগ ছাড়াই উপভোগ করা যাবে স্মুথ অভিজ্ঞতা। রিফ্রেস রেট ১২০ হার্টজ, ৬.৬ ইঞ্চি এইচডি+ আইপিএস স্মুথ ডিসপ্লে। প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। বড় সংস্করণে রয়েছে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। আরেকটি সংস্করণ ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। ব্র্যান্ডের ‘স্পার্ক গো ওয়ান’ মডেলে রয়েছে চার বছরের বিক্রয়োত্তর পরিষেবা।
কারিগরি বৈশিষ্ট্য আইপি৫৪ পানি, ধুলা ও তেল প্রতিরোধী ফিচার। উজিং, গেমিং বা স্ট্রিমিং যে কোনো পরিস্থিতিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৬.৬৭ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। রয়েছে অক্টাকোর টি৬১৫ প্রসেসর, ৪.৫জি লাইটিনিং মোবাইল নেটওয়ার্ক। প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দুটি সংস্করণ যথাক্রমে তিন জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ।

সম্পর্কিত নিবন্ধ