মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বাবু মোল্লা নামে যুবলীগের এক কর্মীর বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার ঘটনার পর থেকে বাবু পলাতক। সে উপজেলার বালিগাঁও ইউনিয়ন যুবলীগের কর্মী। তার বাবার নাম সামসুল মোল্লা।

ভুক্তভোগীর স্বামী জানান, তাদের বাড়ি গাইবান্ধায়। এখন আলু তোলার মৌসুম হওয়ায় স্ত্রীকে নিয়ে কাজ করতে টঙ্গিবাড়ীতে এসেছেন। ইউনিয়নের একটি গ্রামে বাড়ি ভাড়া নিয়ে থাকেন তারা এবং আলু তোলার কাজ করেন। শুক্রবার বিকেলে তাঁর স্ত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে বাবু এবং কাউকে কিছু বলতে নিষেধ করে চলে যায়। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে বাবু পলাতক। তার বাবা ধর্ষণের শিকার নারীকে হুমকি-ধমকি দিয়ে এলাকা থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন। টঙ্গিবাড়ী থানার এসআই মো.

ওসমান বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় প্রতিবন্ধী শিশুকে (১২) ধর্ষণের অভিযোগে পরিতোষ চন্দ্র নামে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবারের এ ঘটনায় শনিবার ফুলবাড়ী থানায় মামলা হয়েছে। থানার ওসি খন্দকার মহিব্বুল জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পিরোজপুর সদর উপজেলায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবারের এ ঘটনায় শনিবার সদর থানায় মামলা হয়েছে। আসামির নাম মজিবুর রহমান সরদার ওরফে বেনু (৭০)। সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দিদারুল আলম নামে এক ব্যক্তিকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার বলেন, এ ঘটনায় শিশুটির বাবা মামলা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে আসামি।

নড়াইলের লোহাগড়া উপজেলায় ১৩ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জসিম মোল্যা নামে এক ভ্যানচালককে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, এদিন বিকেলে ভ্যান চালিয়ে উপজেলার এক গ্রামে যায় জসিম। পরে একটি বাড়িতে পানি খাওয়ার উদ্দেশ্যে ঢুকে শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই শিশুর মা পাশের বাড়ি থেকে এসে দেখতে পেয়ে আশপাশের লোকজনকে জানান। তখন তারা জসিমকে ধরে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান জানান, এ ঘটনায় ওই দিন রাতেই জসিমের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাদী। গতকাল বিকেলে এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, মঙ্গলবার সকালে ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করে মো. মুরাদ নামে এক যুবক। ঘটনার পর বিষয়টি জানাতে মুরাদের বাড়ি যান ভুক্তভোগীর স্বামী। সেখানে তাঁকে মারধর করে তারা। এ ঘটনায় শুক্রবার রাতে আদিতমারী থানায় মুরাদসহ পাঁচজনের নামে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলা করেন ভুক্তভোগীর স্বামী। অন্য আসামিরা হলো– মুরাদের বাবা হাসান আলী, দুই ভাই মিজানুর ও মাহিন এবং হাসানের স্ত্রী মর্জিনা বেগম। বাদীর অভিযোগ, আসামিরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। আদিতমারী থানার ওসি আলী আকবর বলেন, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ১৮ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামি ফজলু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে রংপুরের নব্দীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজারহাট থানার ওসি তছলিম উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধি)
 

উৎস: Samakal

কীওয়ার্ড: গ র প ত র কর শ ক রব র র এ ঘটন য় শ উপজ ল য়

এছাড়াও পড়ুন:

আসিয়ানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাড়ানোর তাগিদ

বাংলাদেশকে আসিয়ানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব এগিয়ে নিতে সংস্থাটির সদস্য দেশগুলোর কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। সম্প্রতি আসিয়ান কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। এ ছাড়া বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে আসিয়ান দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) বিষয়ে কাজ করার আহ্বান জানান মাহবুবুর রহমান। গতকাল রোববার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্সের (আসিয়ান) সদস্য হতে গত জানুয়ারি মাসে মালয়েশিয়া ও থাইল্যান্ডের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে মালয়েশিয়া ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ সহযোগিতা চান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এর আগে
গত বছরের নভেম্বরে এ বিষয়ে ইন্দোনেশিয়ার সহযোগিতা চান তিনি।  
আসিয়ান কূটনীতিকরা গত ২০ মার্চ ঢাকায় আইসিসিবি বাংলাদেশ কার্যালয় পরিদর্শন করেন। আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, সহসভাপতি এ. কে. আজাদ ও নাসের এজাজ বিজয়ের সঙ্গে বৈঠক করেন তারা। 

আসিয়ান কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান বলেন,  বাংলাদেশ ও আসিয়ানের মধ্যে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। এ কারণে জোটের দেশগুলোতে বাংলাদেশের স্বল্প রপ্তানি। এ বাণিজ্য ঘাটতি কমাতে তিনি আসিয়ান দেশগুলোকে বাংলাদেশের পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান।
বৈঠকে আসিয়ান ঢাকা কমিটির চেয়ারম্যান ও ভিয়েতনামের রাষ্ট্রদূত ই এনগুয়েন মাঙ্ক কুয়াং বলেন, আসিয়ান বাংলাদেশকে সম্ভাবনাময় রপ্তানি বাজার হিসেবে দেখে। তবে বাংলাদেশকে পণ্যের বৈচিত্র্য আনতে হবে এবং আসিয়ান দেশগুলোতে তার পণ্য সম্পর্কে প্রচারের ব্যবস্থা করতে হবে।
কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কাইংলেট, ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওথমান, মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মো, মিয়ানমারের রাষ্ট্রদূত, থাই দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর পানোম থোংপ্রায়ুন এবং ইন্দোনেশিয়ান দূতাবাসের অর্থনৈতিকবিষয়ক তৃতীয় সচিব এম রব্বি ফিরলি হারখা। 

সম্পর্কিত নিবন্ধ