মোহাম্মদপুর ও আদাবরে গ্রেপ্তার ৭১ জন
Published: 22nd, March 2025 GMT
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকা থেকে ৭১ জনকে আটক করেছে পুলিশ। শনিবার অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
মোহাম্মদপুর ও আদাবর থানা-পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী, গোটগাট, লাউতলা, জেনেভা ক্যাম্প এবং তাজমহল রোড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত ৫১ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আদাবরের শেখেরটেক, শ্যামলী হাউজিং প্রকল্প, আদাবর, সুনিবিড় হাউজিং ও মেহেদীবাগ এলাকায় অভিযান চালায় আদাবর থানা-পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় ২০ জনকে।
পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার আসামিরা এলাকার চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, চোর, চাঁদাবাজ এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম হ ম মদপ র
এছাড়াও পড়ুন:
ঈদ উইথ মি
ঈদুল ফিতর উপলক্ষে রেডমি সিরিজের নতুন দুটি স্মার্টফোন নোট ১৪ প্রো এবং এ ফাইভ মডেল উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড শাওমি। বিশেষ উদ্যোগ ‘সেলিব্রেটিং ঈদ উইথ মি’ আয়োজনে বাংলাদেশের
জন্য দুটি মডেল উন্মোচনের কথা জানান নির্মাতারা।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ঈদে গ্রাহক দুটি নতুন স্মার্টফোন পাবেন। গ্রাহকের জন্য ‘ঈদ উইথ মি’ উদযাপনে নতুন দুটি মডেলের উন্মোচন করেছি। সময়োপযোগী ফিচার-সমৃদ্ধ মডেল দুটির মাধ্যমে ব্র্যান্ড ভক্তরা ঈদে নিজে বা আত্মীয়ের জন্য উপহার হিসেবে মডেল দুটি নির্বাচন করতে পারবেন। সব সময় দামের হিসাবে গ্রাহকের চাহিদা পূরণে হাইকোয়ালিটির স্মার্টফোন বাজারে আনতে আমরা কাজ করছি।
তারই ধারাবাহিকতায় রেডমি নোট ১৪ প্রো আর রেডমি এ ফাইভ উদ্ভাবন করা হয়েছে। ক্যামেরা প্রযুক্তি, ইমার্সিভ ডিসপ্লে ও দীর্ঘস্থায়ী ব্যাটারির সঙ্গে দেবে বাড়তি সুবিধা।
মডেল নোট ১৪ প্রো
ডিভাইসে আলট্রা ক্লিয়ার ফটোগ্রাফির জন্য রয়েছে ২০০ মেগাপিক্সেল এআই ক্যামেরা। অন্যদিকে, হাই রেজ্যুলেশন সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড কার্ভড ডিসপ্লে, রিফ্রেশ রেট ১২০ হার্টজ, যা স্মুথ স্ক্রলিং ও ভিজ্যুয়াল লুকে স্বস্তি দেবে। প্রসেসরে রয়েছে মিডিয়াটেকের হেলিও জি-১০০ আলট্রা চিপসেট। মাল্টিটাস্কিং, গেমিং ও স্ট্রিমিংকে করবে উপভোগ্য। ব্যাটারি ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ার। ৪৫ ওয়াটের টার্বো চার্জিং প্রযুক্তি, যা ব্যাটারি ব্যাকআপের সঙ্গে ৭২ মিনিটে শতভাগ চার্জ করবে।
স্ক্রিনকে স্ক্র্যাচমুক্ত রাখতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস টু ও ওয়েট টাচ
প্রযুক্তি। ধুলাবালি ও পানির ফোঁটা থেকে সুরক্ষায় থাকবে আইপি ৬৪ রেটিং। রঙের বৈচিত্র্য দেবে ওশান ব্লু, মিডনাইট ব্ল্যাক আর অরোরা পার্পল। মডেলে রয়েছে ৮ জিবি র্যাম আর ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণ।
মডেল এ ফাইভ
ডিভাইসে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ। ৬.৮৮ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট। প্রসেসর ইউনিসক টি৭২৫০। ব্যাটারি ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ও ১৫ ওয়াট ফাস্ট চার্জিং। রঙের বৈচিত্র্য দেবে স্যান্ডি গোল্ড, মিডনাইট ব্ল্যাক, লেক গ্রিন এবং ওশান ব্লু। মডেলে রয়েছে ৪ জিবি র্যাম আর
৬৪ জিবি স্টোরেজ সংস্করণ।