কলকাতার ইডেন গার্ডেনে আজ হয়ে গেল আইপিএলের বর্ণাঢ্য উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানের এই আয়োজন আলোকিত হয়েছে শাহরুখ খান-দিশা পাটানির নাচ ও শ্রেয়া ঘোষালের গানে। আইপিএলের উদ্বোধনে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন বলিউড বাদশাহ এবং কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক শাহরুখ খান।

উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলেছে তাঁর দল। ম্যাচ শুরুর আগে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়াম মাতিয়েছেন দলটির মালিক শাহরুখ। বলতে গেলে তাঁর সঙ্গে নেচেছে গোটা স্টেডিয়াম। মঞ্চে শাহরুখের নাচের সঙ্গী ছিলেন বেঙ্গালুরুর সবচেয়ে বড় তারকা বিরাট কোহলিও। দিশা পাটানির নাচেও মুগ্ধ ছিল ইডেন গার্ডেনের দর্শক। এ ছাড়া মাদকতা ছড়িয়েছে শ্রেয়ার কণ্ঠের অসাধারণ গান।

ম্যাচের আগে হাসি-গানে মাতলেও ম্যাচ শেষে শাহরুখের সেই হাসি অবশ্য আর থাকেনি। বেঙ্গালুরুর বিপক্ষে তাঁর দল কলকাতা আগে ব্যাট করে ৮ উইকেটে ১৭৪ রান। কিন্তু সেই লক্ষ্য পাত্তাই পায়নি বেঙ্গালুরুর সামনে। ফিল সল্ট ও বিরাট কোহলির জোড়া ফিফটিতে মাত্র ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুরু।

আরও পড়ুন২৩ কোটি রুপির চাপ টের পাচ্ছেন কলকাতা অলরাউন্ডার১৪ মার্চ ২০২৫

১৭৫ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ঝড় তোলেন বেঙ্গালুরুর দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। বৈভব অরোরার তৃতীয় ওভারে ২০ রান নেওয়ার পর বরুণ চক্রবর্তীর চতুর্থ ওভারে আসে ২১ রান। দুই ওপেনারের আগ্রাসী ব্যাটিংয়ে ৫ ওভারেই বেঙ্গালুরু করে ৭৫ রান।

শেষ পর্যন্ত খেলে দলকে জিতিয়েছেন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ট ক হল কলক ত

এছাড়াও পড়ুন:

এল ক্লাসিকো জিতে রিয়ালের ইতিহাস, মানসিকভাবে বিপর্যস্ত বার্সা

‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’—এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হারের পর বার্সেলোনার খেলোয়াড়েরা এমনটা বলতেই পারেন। তবে সেই খেলোয়াড় এরপর যা বললেন সেটিকে আপনার বাড়াবাড়ি মনে হতেই পারে। সেই খেলোয়াড় এরপর বললেন, ‘লেভান্তের কাছে ঘরের মাঠে হারের পর সেদিন যেমন লেগেছিল, আজ তেমন খারাপই লাগছে। তবে এটাই খেলা; হারবেন, জিতবেন কিংবা ড্র করবেন। সব সময় জিতবেনই, এমন কোনো নিশ্চয়তা তো নেই।’

রিয়ালের কাছে হারের পর লেভান্তের কাছে হারার অনুভূতি! না, ওই খেলোয়াড় বাড়াবাড়ি কিছু বলেননি। খেলাটা যখন মেয়েদের ফুটবল, আর এটাই যখন রিয়ালের কাছে প্রথম হার—বার্সেলোনা মেয়েদের দলের ব্যালন ডি’অর জয়ী তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস এমন কিছুই তো বলবেন।

কেন? মেয়েদের এল ক্লাসিকোতে এর আগে ১৮ বার খেলে ১৮ বারই জিতেছিল বার্সা। ১৯ বারের চেষ্টায় আজই প্রথম সেই বার্সাকে হারাল রিয়াল। ছেলেদের ফুটবলের মতো মেয়েদের ফুটবলেও বার্সা পরাশক্তি। তবে রিয়ালের জন্য ব্যাপারটা তেমন নয়। বার্সার তুলনায় মেয়েদের ফুটবলে রিয়ালকে শিশুই বলতে হয়।

মেয়েদের ফুটবলে বার্সার জন্ম ১৯৭০ সালে। রিয়ালের এই সেদিন ২০২০ সালে। সেটিও ২০১৪ সালে প্রতিষ্ঠিত সিডি তাকোন নামের একটি ক্লাবকে অধিগ্রহণ করে। বার্সার মেয়েরা ইউরোপসেরা হয়েছে তিনবার, লা লিগা জিতেছে রেকর্ড নয়বার। মেয়েদের লা লিগায় সর্বশেষ পাঁচবারের চ্যাম্পিয়নের নামটাও বার্সা।

তাই আজ ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে মেয়েদের লা লিগায় রিয়ালের কাছে ৩-১ গোলে হেরে নিজেদের অঘটনের শিকারই ভাবছে বার্সা। এই হারের পরও অবশ্য রিয়ালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষ আছে বার্সা। রিয়াল আছে দুইয়ে।

আরও পড়ুনভক্তের মুখের ওপর উদ্‌যাপন করতে চান রোনালদো ২ ঘণ্টা আগে

মেয়েদের লা লিগায় ঝলমলে ইতিহাস থাকলেও এবার খুব একটা ভালো যাচ্ছে না বার্সার। গতবারের ট্রেবলজয়ীরা লা লিগায় টানা ৪৬ ম্যাচ অপরাজিত থাকার পর গত ফেব্রুয়ারিতে লেভান্তের কাছে হেরেছে। ঘরের মাঠ ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে বার্সার মেয়েদের সেটিই ছিল প্রথম হার। পুতেয়াস উদাহরণ দিতে লেভান্তের সেই ম্যাচের কথাই তো টানবেন।

রিয়ালকে আজ বিরতির ঠিক আগে এগিয়ে দেয় আলবা রেদোনদো। ৬৭ মিনিটে ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন সমতা এনে দেন বার্সাকে। এরপর হানা ফার্নান্দেজ রিয়ালের জালে বল পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল। ৮৭ মিনিটে ক্যারোলিন উইয়ারের গোলে আবার এগিয়ে যায় রিয়াল। স্কটিশ ফরোয়ার্ড পরে যোগ করা সময়ে আরেকটি গোল করে ব্যবধানটা ৩-১ করেন।

আরও পড়ুন২০২৬ বিশ্বকাপে খেলতে হলে কী করতে হবে, নেইমারকে বলে দিলেন রোনালদো ৪ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ