লক্ষ্মীপুরে ক্রেতার পছন্দ দেশি পোশাক
Published: 22nd, March 2025 GMT
লক্ষ্মীপুরে ক্রেতার প্রথম পছন্দ দেশি পোশাক। তাদের কথা, বিদেশি পোশাকের দাম বেশি, মানও আহামরি কিছু নয়। বিত্তবানদের ঝোঁক ঠিকই বাইরের পোশাকের দিকে। তারা ঘুরছেন সারারা, গারারার পেছনে।
সরেজমিন লক্ষ্মীপুর পৌর হকার্স মার্কেট, আউট লুক, মুক্তিযোদ্ধা মার্কেট, পৌর সুপারমার্কেট, মেগা গ্যালারি, বুটিক হাউস, রামগঞ্জ জিয়া কমপ্লেক্স, রায়পুরের গাজী কমপ্লেক্স, হায়দরগঞ্জ গাজী মার্কেটে ক্রেতার ভিড় দেখা গেছে।
লক্ষ্মীপুর পৌর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ বলেন, ‘এবার বাজার পরিস্থিতি অনেক ভালো।’
ঈদে মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে পাকিস্তানি সুতির থ্রি পিস, সারারা, গারারা। এসব পোশাক কিনতে বেশি ভিড় দেখা গেছে লক্ষ্মীপুর পৌর শহরের ওয়েলকাম ও অঙ্গশোভা মার্কেটে। নারী ক্রেতার সমাগম বেশি। রায়পুর বামনী এলাকার বাসিন্দা স্কুলশিক্ষিকা তাসলিমা আক্তার বলেন, ‘গত বছরের তুলনায় থ্রি পিসের দাম প্রায় দ্বিগুণ। গত বছর যে থ্রি পিসের দাম দুই হাজার টাকা ছিল এ বছর তা তিন থেকে সাড়ে তিন হাজারে ঠেকেছে। শাড়ির দামও কিছুটা বেড়েছে।’ হাউজিং এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী সেকান্তর মিয়া তাঁর চার মেয়েকে নিয়ে এসেছেন পৌর মার্কেটে। তিনি বলেন, ‘মার্কেটে অনেক ভিড়। সব জিনিসের দাম বেশি।’
একই মার্কেটে কথা হয় স্কুলশিক্ষিকা নুর নাহার বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘৫০ হাজার টাকা নিয়ে এসেছি শপিং করতে। তিন মেয়ে, এক ছেলেসহ আর আমার জামা কেনাতেই সব টাকা শেষ। জুতা কিনতে পারিনি।’ সদর উপজেলার হাটবাজার মার্কেটের ক্রেতা ফখর উদ্দিন, সাজু বেগম ও নুর নাহার আক্তার জানান, গত বছরের তুলনায় এবার পোশাকের কালেকশন ভালো। তবে দামও বেশি।
চরলরেঞ্চ বাজারের চমক টেইলার্স অ্যান্ড ক্লথ স্টোরের স্বত্বাধিকারী মাকছুদুর রহমান জানান, এখন দোকানের কারিগররা দিন-রাত সমানে কাজ করছেন। সবচেয়ে বেশি সেলাই হচ্ছে বোরকা ও থ্রি পিস। ফ্রেন্ড মার্টের ম্যানেজার আরজু মোল্লাহ্ বলেন, ‘সাধারণত শবেবরাতের পর থেকেই আমাদের ঈদের বিক্রি শুরু হয়। এ বছর একটু দেরিতে শুরু হয়েছে। ঈদের সময় যত ঘনিয়ে আসবে বিক্রির পরিমাণ তত বাড়বে।’
ফুটপাতের বিক্রেতা আজাদ, সাদ্দাম, মফিজ সরদার বলেন, ‘শিশুদের পোশাক বেশি চলছে। মার্কেটে যে পোশাকের দাম ১ হাজার থেকে ১২০০ টাকা, সেটি ফুটপাতে ৫০০-৭০০ টাকায় মিলছে।’
ঈদবাজারে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। তিনি বলেন, ‘জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ অনেক প্রতিষ্ঠান মাঠে কাজ করছে। দাম বেশি নেওয়ার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৬ এপ্রিল ২০২৫)
আইপিএল, পিএসএল ও ইংলিশ প্রিমিয়ার লিগে আছে একটি করে ম্যাচ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ দুটি কোয়ার্টার ফাইনাল আজ।আইপিএল
দিল্লি ক্যাপিটালস–রাজস্থান রয়্যালস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
ইসলামাবাদ ইউনাইটেড–মুলতান সুলতানস
রাত ৯টা, নাগরিক টিভি ও পিটিভি স্পোর্টস
নিউক্যাসল–ক্রিস্টাল প্যালেস
রাত ১২–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
রিয়াল মাদ্রিদ–আর্সেনাল
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২
ইন্টার মিলান-বায়ার্ন মিউনিখ
রাত ১টা, সনি স্পোর্টস টেন ১