আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার বিভিন্ন সংগঠন পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করেছে। একই সঙ্গে তারা শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানিয়েছে। একই দাবিতে বিকেলে থেকে অবস্থান কর্মসূচি ও গণ-ইফতারের আয়োজন করেছে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’ নামের শিক্ষার্থীদের নতুন একটি প্ল্যাটফর্ম।

আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্ম। তারা আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন। তাদের দাবি, আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করা যাবে না। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

বিক্ষোভ সমাবেশে জুলাই গণ-অভ্যুত্থানে হাত হারানো আতিকুল গাজী বলেন, ‘আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করা যাবে না। যদি করা হয়, তাহলে আমার হারানো হাত ফিরিয়ে দিতে হবে।’

আহত হাসানুর রহমান বলেন, ‘এই বাংলার মাটিতে যত দিন পর্যন্ত বেঁচে আছি, তত দিন আওয়ামী লীগ ও খুনি হাসিনার বাংলার মাটিতে জায়গা হবে না।’

বেলা তিনটার দিকে একই দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য দুই হাজারের বেশি মানুষকে খুন করতে পারে, সেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার জন্য দুই লাখের অধিক বিপ্লবী ভাইবোনদের খুন করতে ন্যূনতম কুণ্ঠা বোধ করবে না।’

আরও পড়ুনআওয়ামী লীগকে নিষিদ্ধে সময় বেঁধে দিলেন জুলাই গণ–অভ্যুত্থানে আহত ব্যক্তিরা৫ ঘণ্টা আগেআওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে ‘ওয়ারিয়র্স অব জুলাই’.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আওয় ম

এছাড়াও পড়ুন:

‘নিয়ম’ মেনে প্রথম ম্যাচে মুম্বাইয়ের হার, জিতল চেন্নাই

মুম্বাই ইন্ডিয়ানস প্রতি বছর আইপিএল শুরু করবে হেরে, এটাই যেন নিয়ম। এবারও দলটি ‘নিয়ম’ মেনেই হার দিয়ে শুরু করল ২০২৫ আইপিএল। চেন্নাইয়ে আজ আইপিএল ক্ল্যাসিকোতে স্বাগতিক চেন্নাই সুপার কিংসের কাছে ৪ উইকেটে হেরেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এ নিয়ে টানা ১৩ মৌসুম নিজেদের প্রথম ম্যাচে হারল মুম্বাইকাররা।

টসে হেরে ব্যাটিং পাওয়া মুম্বাই ৯ উইকেটে করে ১৫৫ রান। স্কোরটা ৫বল ও ৪ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় মুম্বাইয়ের মতোই পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ