ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় দিনেদুপুরে এক ব্যবসায়ীকে কোপানোর পর গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গোলাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবায়ের হোসেন (৩২) ওই এলাকার মজিদ পাড়ার মীর হাবিবুর রহমানের ছেলে। তিনি গোলাম বাজার এলাকায় ইট-বালুর ব্যবসা করতেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবায়েরকে উদ্ধার করে মিটফোর্ড মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইট-বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ড। হত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর জেরে বেলা দেড়টায় দক্ষিণ কেরানীগঞ্জ শুভাঢ্যা উত্তরপাড়ার মসজিদ পাড় এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হন। তাদের মধ্যে সফর আলী খানের ছেলে বাবু খানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, গোলামবাজার মোল্লা গ্রুপের সঙ্গে ইটবালু ব্যবসায়ী যুবায়েরে ব্যবসায়ীক দ্বন্দ্ব চলছিল দীর্ঘদিন ধরে। এছাড়া জমি নিয়েও বিরোধ ছিল তাদের মধ্যে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মোল্লা গ্রুপের ডানহাত সোবাহান মিয়ার নেতৃত্বে যুবায়েরের ওপর হামলা হয়। এ সময় মোল্লা গ্রুপের লোকজন যুবায়েরকে ধাওয়া করলে তিনি অফিসে ঢুকে পেড়ন। সেখানেই তাকে কুপিয়ে ও গুলি হত্যা করে সন্ত্রাসীরা। 

নিহতের বড়ভাই স্বপন হোসেন জানান, ইটবালু ব্যবসার দ্বন্দ্বে মোল্লা গ্রুপের সন্ত্রাসীরা আমার ভাই জুবায়েরের ওপর অতর্কিত হামলা চালায়। গ্রুপের প্রধান দক্ষিণ কেরানীগঞ্জ থানা তাঁতী লীগের সাবেক সভাপতি মোল্লা ফারুকের নির্দেশে সোবহান মিয়া, আমির হোসেন, সবুজ আলী, সাকিব হোসেন, জাবেদ আলী ও আব্দুর রহিমসহ ১২-১৫ জন যুবায়েরকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। তারা গোলামবাজার এলাকায় গুলি ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। 

স্বপন হোসেনের অভিযোগ, মূল পরিকল্পনাকারী মোল্লা ফারুক দক্ষিণ কেরানীগঞ্জ থানা তাঁতী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিল। পদের নাম ভাঙ্গিয়ে ১৬ বছর সে ইট-বালু ও অবৈধ ভূমি ব্যবসা করেছে। ৫ আগস্টের পর এক মাস এলাকাছাড়া ছিল। ব্যবসা টিকিয়ে রাখতে বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরীর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেয়। এরপর আবার বেপরোয়া হয়ে ওঠে।

নিহতের স্ত্রী সাবানা বেগম বলেন, সদ্য আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া মোল্লা ফারুক সকালেই আমার স্বামীকে হুমকি দিয়ে যায়। পরে তার লোক সোবাহান মিয়া আমার স্বামীকে ফোনে ডেকে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, শনিবার সকালে ও দুপুর দেড়টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা উত্তর পাড়া মসজিদ পাড় এলাকায় সংঘর্ষ হয়। এতে এক যুবককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। নিহতের ভাই স্বপন হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবস য় এল ক য় ব এনপ

এছাড়াও পড়ুন:

এল ক্লাসিকো জিতে রিয়ালের ইতিহাস, মানসিকভাবে বিপর্যস্ত বার্সা

‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’—এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হারের পর বার্সেলোনার খেলোয়াড়েরা এমনটা বলতেই পারেন। তবে সেই খেলোয়াড় এরপর যা বললেন সেটিকে আপনার বাড়াবাড়ি মনে হতেই পারে। সেই খেলোয়াড় এরপর বললেন, ‘লেভান্তের কাছে ঘরের মাঠে হারের পর সেদিন যেমন লেগেছিল, আজ তেমন খারাপই লাগছে। তবে এটাই খেলা; হারবেন, জিতবেন কিংবা ড্র করবেন। সব সময় জিতবেনই, এমন কোনো নিশ্চয়তা তো নেই।’

রিয়ালের কাছে হারের পর লেভান্তের কাছে হারার অনুভূতি! না, ওই খেলোয়াড় বাড়াবাড়ি কিছু বলেননি। খেলাটা যখন মেয়েদের ফুটবল, আর এটাই যখন রিয়ালের কাছে প্রথম হার—বার্সেলোনা মেয়েদের দলের ব্যালন ডি’অর জয়ী তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস এমন কিছুই তো বলবেন।

কেন? মেয়েদের এল ক্লাসিকোতে এর আগে ১৮ বার খেলে ১৮ বারই জিতেছিল বার্সা। ১৯ বারের চেষ্টায় আজই প্রথম সেই বার্সাকে হারাল রিয়াল। ছেলেদের ফুটবলের মতো মেয়েদের ফুটবলেও বার্সা পরাশক্তি। তবে রিয়ালের জন্য ব্যাপারটা তেমন নয়। বার্সার তুলনায় মেয়েদের ফুটবলে রিয়ালকে শিশুই বলতে হয়।

মেয়েদের ফুটবলে বার্সার জন্ম ১৯৭০ সালে। রিয়ালের এই সেদিন ২০২০ সালে। সেটিও ২০১৪ সালে প্রতিষ্ঠিত সিডি তাকোন নামের একটি ক্লাবকে অধিগ্রহণ করে। বার্সার মেয়েরা ইউরোপসেরা হয়েছে তিনবার, লা লিগা জিতেছে রেকর্ড নয়বার। মেয়েদের লা লিগায় সর্বশেষ পাঁচবারের চ্যাম্পিয়নের নামটাও বার্সা।

তাই আজ ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে মেয়েদের লা লিগায় রিয়ালের কাছে ৩-১ গোলে হেরে নিজেদের অঘটনের শিকারই ভাবছে বার্সা। এই হারের পরও অবশ্য রিয়ালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষ আছে বার্সা। রিয়াল আছে দুইয়ে।

আরও পড়ুনভক্তের মুখের ওপর উদ্‌যাপন করতে চান রোনালদো ২ ঘণ্টা আগে

মেয়েদের লা লিগায় ঝলমলে ইতিহাস থাকলেও এবার খুব একটা ভালো যাচ্ছে না বার্সার। গতবারের ট্রেবলজয়ীরা লা লিগায় টানা ৪৬ ম্যাচ অপরাজিত থাকার পর গত ফেব্রুয়ারিতে লেভান্তের কাছে হেরেছে। ঘরের মাঠ ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে বার্সার মেয়েদের সেটিই ছিল প্রথম হার। পুতেয়াস উদাহরণ দিতে লেভান্তের সেই ম্যাচের কথাই তো টানবেন।

রিয়ালকে আজ বিরতির ঠিক আগে এগিয়ে দেয় আলবা রেদোনদো। ৬৭ মিনিটে ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন সমতা এনে দেন বার্সাকে। এরপর হানা ফার্নান্দেজ রিয়ালের জালে বল পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল। ৮৭ মিনিটে ক্যারোলিন উইয়ারের গোলে আবার এগিয়ে যায় রিয়াল। স্কটিশ ফরোয়ার্ড পরে যোগ করা সময়ে আরেকটি গোল করে ব্যবধানটা ৩-১ করেন।

আরও পড়ুন২০২৬ বিশ্বকাপে খেলতে হলে কী করতে হবে, নেইমারকে বলে দিলেন রোনালদো ৪ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ