কুরস্কে পিছু হটেছে ইউক্রেন, অভিযান ঘিরে নানা প্রশ্ন
Published: 22nd, March 2025 GMT
বন্ধু পাভলো হুমেনিউকের (২৪) সঙ্গে সর্বশেষ গত ডিসেম্বরে বার্তা আদানপ্রদান হয়েছিল মারিয়া পানকোভার। ওই সময় মারিয়ার ধারণা ছিল না যে পাভলো রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হয়ে লড়াই করছেন। কিছুদিন পর মারিয়া জানতে পারেন ইউক্রেনের ৪৭ মাগুরা ব্রিগেডের সদস্য পাভলোর খোঁজ পাওয়া যাচ্ছে না। মারিয়াকে ওই ব্রিগেডের আরেক সেনা জানায়, গত ৬ ডিসেম্বর কুরস্কের নভোইভানিভকা গ্রাম থেকে নিখোঁজ পাভলো। মারিয়া বলেন, চার মাস পেরিয়ে গেছে। পাভলোর ভাগ্য এখনো অজানা। তিনি এখনো বেঁচে আছেন কি না তা জানতে ফেসবুক, টেলিগ্রামসহ সবখানে খুঁজে বেড়াচ্ছেন মারিয়া।
মারিয়া পানকোভা মনে করেন, ইউক্রেন ঝুঁকি নিয়ে রাশিয়ার কুরস্কে যে অভিযান চালিয়েছে, তার অত্যন্ত চড়া মূল্য দিতে হচ্ছে। মারিয়ার মতো এমন কথা ইউক্রেনের অনেকেই এখন বলছেন। তাঁরা এ অভিযান নিয়ে প্রশ্ন তুলছেন।
ইতিমধ্যে চলতি মার্চ মাসে রুশ সেনাদের সঙ্গে ব্যাপক লড়াইয়ের পর ইউক্রেনের সেনাদের পিছু হটতে বাধ্য হতে হয়েছে। এর পর থেকে ইউক্রেনের অনেকেই কুরস্ক অভিযান নিয়ে তাঁদের প্রশ্ন তুলতে শুরু করেছেন।
চোখের পানি মুছতে মুছতে মারিয়া বলেন, এটার দরকার ছিল কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই। মারিয়া বলেন, ‘আমরা অনুপ্রবেশকারী নই। আমরা শুধু আমাদের এলাকা ফিরে পেতে চাই। আমাদের রাশিয়ার কোনো এলাকা দরকার নেই।’
এ বিষয়ে ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ আন্দ্রি গনাটভ বলেন, এ অভিযান চালানো হয়েছিল রাশিয়ার ওপর চাপ বাড়াতে, রুশ সেনাদের মনোযোগ ভিন্নদিকে ফেরাতে। এ ছাড়া ইউক্রেনে রুশ বাহিনীর আক্রমণ প্রতিরোধের লক্ষ্যে কুরস্কে অভিযান চালানো হয়।
ইউক্রেনের জেনারেল স্টাফ আরও বলেন, ওই অভিযানের অধিকাংশ লক্ষ্যই পূরণ হয়েছে। এ অভিযান ঠেকাতে রাশিয়াকে ৯০ হাজার সেনার বাহিনী গড়তে হয়। এর বাইরে ১২ হাজার উত্তর কোরিয়ার সেনা তাদের সঙ্গে যোগ দেয়।
গত বছরের আগস্ট মাস থেকে কুরস্কে হামলা শুরু করে ইউক্রেন। তাদের আকস্মিক এ হামলায় পুরো বিশ্ব চমকে গিয়েছিল। ১৯৪১ সালের নাৎসি হামলার পর রাশিয়ায় এত বড় হামলার ঘটনা আর ঘটেনি। ইউক্রেনের সেনাদের আক্রমণে কুরস্কের ১ হাজার ৩৭৬ কিলোমিটার এলাকা ইউক্রেনের নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু সেনা-স্বল্পতার কারণে ইউক্রেনের নিয়ন্ত্রণ কয়েক সপ্তাহের মধ্যে খাদের কিনারায় চলে আসে। এ আক্রমণে কিয়েভ মেরিন ও বিমানবাহিনীর সেনা ব্যবহার করে। তবে বিশাল এলাকার নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য সেনা অপ্রতুল হয়ে দাঁড়ায়।
ইউক্রেনের পার্লামেন্টের নিরাপত্তা ও প্রতিরক্ষা কমিটির আইনপ্রণেতা সের্হি রাখমানিন বলেন, শুরু থেকে রসদ সরবরাহ ব্যবস্থা গুরুতরভাবে জটিল ছিল। শুরু থেকে রাশিয়ার জন্য পর্যাপ্ত সেনা থাকার সুবিধা ছিল। গত বছরের শেষের দিকে রাশিয়া তাদের প্রশিক্ষিত বাহিনীর সঙ্গে ড্রোন সুবিধা যুক্ত করে। একই সঙ্গে উত্তর কোরিয়ার সেনারাও তাদের সঙ্গে যোগ দেয়। এতে কোণঠাসা হয়ে পড়েন ইউক্রেনের সেনারা।
কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাদের হটিয়ে রাশিয়া মূলত শান্তিচুক্তির আগে ইউক্রেনের হাতে থাকা একটি দর-কষাকষির গুটি ছিনিয়ে নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনকে যুদ্ধবিরতিতে যেতে চাপ দিচ্ছেন। তবে রাশিয়ার দাবি হচ্ছে, ইউক্রেনে তারা যে এক-পঞ্চমাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে, এর দাবি তারা ছাড়বে না।
কুরস্কের গুরুত্বপূর্ণ শহর সুদঝা থেকে ১৬ মার্চ পিছু হটে ইউক্রেনের বাহিনী। এর পর থেকে ইউক্রেনের জনগণের মনে রাশিয়ায় অনুপ্রবেশের সুবিধা নিয়ে দ্বিধাবিভক্তি তৈরি হয়েছে। কুরস্কের লড়াইয়ে এক হাত হারানো সৈনিক ওলেক্সি দেশেভি বলেন, ‘তিনি এ অভিযানের কোনো যুক্তি দেখতে পান না। তিনি বলেন, আমাদের এ অভিযান শুরু করা ঠিক হয়নি।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেন, তাঁর বাহিনী কুরস্কে কঠিন পরিস্থিতিতে পড়েছে। তবে রুশ বাহিনী তাদের সেনাদের ঘিরে রেখেছে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবিকে তিনি প্রত্যাখ্যান করেছেন।
ইউক্রেনের সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের সুমি অঞ্চলে হামলা শুরুর প্রস্তুতি নিচ্ছেন রুশ সেনারা।
পাল্টাপাল্টি হামলা
ট্রাম্পের সঙ্গে কথোপকথনে জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধে ৩০ দিনের যুদ্ধবিরতি নিয়ে সম্মতির কথা বলেছেন পুতিন। তা সত্ত্বেও গত শুক্রবার রাশিয়া ও ইউক্রেন পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে তাদের সীমান্তবর্তী এলাকায় একটি গ্যাস পাম্পিং স্টেশন উড়িয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে। এদিকে রুশ বাহিনীর হামলায় জাপোরিঝঝিয়াসহ কয়েকটি অঞ্চলে পাঁচজন নিহত হয়েছেন।
ইউক্রেনকে সহায়তা জার্মানির
জার্মানির পক্ষ থেকে ইউক্রেনকে সামরিক সহযোগিতা হিসেবে ৩২৫ কোটি ইউরো অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সীমিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর আগে জার্মানির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া যুক্তরাজ্য সরকার বলেছে, তিন বছর আগে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা রাশিয়ার ৩২ বিলিয়ন ডলারের বেশি সম্পদ জব্দ করেছে। এ ছাড়া রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউক র ন র স ন ন ইউক র ন ক রস ক র
এছাড়াও পড়ুন:
জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকার ঘোষণা দিলেন সেনাপ্রধান
জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের পাশে থাকার ঘোষণা দিয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘আমি আপনাদের অ্যাসুরেন্স (নিশ্চয়তা) দিচ্ছি যে আমরা সব সময় আপনাদের পাশে থাকব।’
আজ রোববার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে সেনাপ্রধান এ কথা বলেন।
জুলাই অভ্যুত্থানে আহতদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, ‘আপনারা কখনো মনোবল হারাবেন না। মনোবল হারানোর কিছু নেই। আপনারা জাতির কৃতী সন্তান। আপনারা এ দেশ ও জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনাদের এই অ্যাসুরেন্স (নিশ্চয়তা) দিচ্ছি, সব সময় পাশে থাকব।’
সেনাবাহিনীর পক্ষ থেকে আহত ব্যক্তিদের পুনর্বাসনের চেষ্টা থাকবে উল্লেখ করে ওয়াকার-উজ-জামান বলেন, ‘এখন পর্যন্ত ৪ হাজার ২০০ (জন) এর ওপরে চিকিৎসা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য-সহযোগিতা সব সময় জারি থাকবে। আমরা চেষ্টা করব একটা রিহ্যাবিলিটেশনের (পুনর্বাসন) জন্য। সেদিকেই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাব। এবং এই আর্থিক সাহায্য–সহযোগিতা আপনাদের সব সময় জারি থাকবে।’
ইফতার অনুষ্ঠানে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের খোঁজখবর নেন