চট্টগ্রামের লোহাগাড়ায় ১২ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৪৫)। এ ঘটনার সিসিটিভির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অনেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানান। এরপর ভিডিও দেখে অভিযুক্ত নুরুল ইসলামকে আজ শনিবার দুপুরে সাতকানিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটিকে একটি বিপণিকেন্দ্রে রেখে তার ভাই বাসায় গিয়েছিলেন। এ সময় অভিযুক্ত নুরুল ইসলাম শিশুটিকে যৌন হয়রানি করেন। গত কয়েক দিন আগে ছড়িয়ে পড়া ভিডিও দেখে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে। পরে সাতকানিয়া পুলিশের সহযোগিতায় লোহাগাড়া পুলিশের একটি দল তাঁকে আজ গ্রেপ্তার করে নিয়ে আসে।  

ঘটনাটি ১১ মার্চ দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঘটেছিল বলে পুলিশ নিশ্চিত করেছে। ঘটনার পর শিশুটির বাবা থানায় মামলা করেন।  

অভিযুক্ত নুরুল ইসলাম দুবাইপ্রবাসী বলে জানা গেছে। একই অপরাধে তিনি দুবাইয়ে তিন মাসের জেল খেটেছিলেন বলে পুলিশ জানায়।

লোহাগাড়া থানার উপপরিদর্শক জাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আজ বিকেলে শিশুটির বাবা বাদী হয়ে নুরুল ইসলামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার নুরুল ইসলামকে আগামীকাল রোববার সকালে চট্টগ্রাম আদালতে পাঠানো হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর ন র ল ইসল ম

এছাড়াও পড়ুন:

রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনে জোর আপত্তি বিএনপির

সংবিধান সংস্কারে বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে যে প্রস্তাবগুলো দিয়েছিল, গতকাল কমিশনের সঙ্গে দীর্ঘ আলোচনায় নানা যুক্তি-ব্যাখ্যায় দলটি সে অবস্থানই প্রকাশ করেছে। অর্থাৎ সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনে কমিশনের করা সুপারিশগুলোতে বিএনপির জোরালো আপত্তি রয়েছে।

তবে দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, কিছু কিছু বিষয়ে কমিশনের যুক্তিসংগত সুপারিশ গ্রহণের জন্য বিবেচনা করছে বিএনপি। সে বিষয়গুলো দলের নীতি-নির্ধারণী পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বৈঠকে জানানো হয়েছে।

সংস্কার প্রশ্নে ঐকমত্য গঠনের লক্ষ্যে পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দিনভর দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে আলোচনা হয়। তবে আলোচনা শেষ হয়নি। আগামী রোববার আবারও আলোচনা হবে বলে ঐকমত্য কমিশন ও বিএনপির পক্ষ থেকে জানানো হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গতকাল সংবিধান সংস্কার কমিশনের কিছু প্রস্তাব (প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, আইন বিভাগ) নিয়ে আলোচনা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে

সম্পর্কিত নিবন্ধ