দেশ গড়তে ঐক্যবদ্ধের আহ্বান ইবি উপাচার্যের
Published: 22nd, March 2025 GMT
বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ গড়তে শিক্ষা, আদর্শ ও নৈতিকতায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
তিনি বলেন, “শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ ও হৃৎপিন্ড। তাদের মধ্যে মতাদর্শের, কাজের ভিন্নতা থাকবে। কিন্তু বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষায়, আদর্শ ও নৈতিক মান এই তিনটি পয়েন্টে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে।”
শনিবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ক্যাফেটেরিয়ায় প্রক্টরিয়াল বডির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, “বাংলাদেশ সৃষ্টির পর প্রতিষ্ঠিত প্রথম এ বিশ্ববিদ্যালয় ৪৬ বছরে পদার্পণ করেছে। এ সময়ের মধ্যে বের হওয়া শিক্ষার্থীরা বাংলাদেশের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামীতে ইবি একটি নেতৃত্বদানকারী বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষায়, আদর্শে ও নৈতিক মানে ভূমিকা রাখতে সবাইর ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরো বলেন, “রমজান মাস ধৈর্য ধারণ, পরমত সহিষ্ণুতা ও অন্যকে অগ্রাধিকার দেওয়ার মাস। আজ এ আয়োজনের মধ্য দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রয়াস চালিয়ে বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।”
প্রক্টর অধ্যাপক মো.
এ সময় সহকারী প্রক্টর অধ্যাপক আব্দুল বারী, অধ্যাপক খাইরুল ইসলাম, অধ্যাপক ফকরুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ মিন্নাতুল করিম,অধ্যাপক মোছা. খোদেজা খাতুনসহ বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঢাকা/তানিম/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনে জোর আপত্তি বিএনপির
সংবিধান সংস্কারে বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে যে প্রস্তাবগুলো দিয়েছিল, গতকাল কমিশনের সঙ্গে দীর্ঘ আলোচনায় নানা যুক্তি-ব্যাখ্যায় দলটি সে অবস্থানই প্রকাশ করেছে। অর্থাৎ সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনে কমিশনের করা সুপারিশগুলোতে বিএনপির জোরালো আপত্তি রয়েছে।
তবে দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, কিছু কিছু বিষয়ে কমিশনের যুক্তিসংগত সুপারিশ গ্রহণের জন্য বিবেচনা করছে বিএনপি। সে বিষয়গুলো দলের নীতি-নির্ধারণী পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বৈঠকে জানানো হয়েছে।
সংস্কার প্রশ্নে ঐকমত্য গঠনের লক্ষ্যে পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দিনভর দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে আলোচনা হয়। তবে আলোচনা শেষ হয়নি। আগামী রোববার আবারও আলোচনা হবে বলে ঐকমত্য কমিশন ও বিএনপির পক্ষ থেকে জানানো হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, গতকাল সংবিধান সংস্কার কমিশনের কিছু প্রস্তাব (প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, আইন বিভাগ) নিয়ে আলোচনা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে