রুশ গ্যাস স্টেশনে বিস্ফোরণ, পাল্টাপাল্টি অভিযোগ মস্কো-কিয়েভের
Published: 22nd, March 2025 GMT
রাশিয়ার একটি গ্যাস স্টেশনে হামলার পর একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে মস্কো ও কিয়েভ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই শুক্রবার এ হামলা ঘটে।
ভিডিওতে দেখা যায়, ইউক্রেন সীমান্ত থেকে কয়েকশ মিটার দূরে রুশ ভূখণ্ডের সুধঝা কেন্দ্রটিতে দাউদাউ করে আগুন জ্বলছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, গ্যাস স্টেশন উড়িয়ে দিয়েছে ইউক্রেনীয় সেনারা। ওই গ্যাসকেন্দ্র সংলগ্ন এলাকা গত বছর দখল করে নিয়েছিল ইউক্রেনীয় সেনারা।
তবে গত সপ্তাহে সুধঝার আশপাশ থেকে কিয়েভের সেনাদের হটিয়ে এলাকাটির পুনর্দখল করে রুশ বাহিনী। ইউক্রেনের দাবি, যুদ্ধে উস্কানি দিতে মস্কো নিজেই গ্যাস স্টেশনে বিস্ফোরণ ঘটিয়ে ইউক্রেনকে দুষছে। রয়টার্স।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গোদাগাড়ী সাব রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের হানা
অনিয়ম, দুর্নীতি, গ্রাহকদের সেবা বঞ্চিত করা এবং অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে রাজশাহীর গোদাগাড়ী সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৬ এপ্রিল) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে তিন সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান চালায়।
এদিন দেশের ৩৫টি সাবরেজিস্ট্রি অফিসে একযোগে দুদকের অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট জেলার সমন্বিত কার্যালয় থেকে ৩৫টি এনফোর্সমেন্ট টিম এসব অভিযান পরিচালনা করে। গোদাগাড়ীতে অভিযান চালানো এনফোর্সমেন্ট টিমে আমির হোসাইন ছাড়াও আরেক সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দীক ও উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান ছিলেন।
গোদাগাড়ী সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দীর্ঘদিন ধরেই দলিল সম্পাদন হওয়ার পরে রীতিমতো চেয়ার-টেবিল পেতে এক কর্মচারী প্রকাশ্যেই টাকা আদায় করে থাকেন। সাব-রেজিস্ট্রার সাদেকুল ইসলাম টাকা ছাড়া একটি দলিলেও সই করেন না বলে অভিযোগ রয়েছে।
দুদকের ওই দল এ দিন অফিসে সাব-রেজিস্ট্রার সাদেকুল ইসলামকে পায়নি। অফিসে ছিলেন অফিস সহকারী লাইলুন নাহার। তার কাছ থেকেই নানা তথ্য নেন দুদক কর্মকর্তারা। এ দিন দলিলের সার্টিফায়েড কপি সরবরাহ করতে সেবাপ্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের চিত্র দেখতে পেয়েছেন দুদক কর্মকর্তারা।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন জানান, দলিল সম্পাদনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ তারা পেয়েছেন। এ জন্য গত তিন দিনে সম্পাদন করা সব দলিলের কপি চাওয়া হয়েছে। তারা সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে সবকিছু জানবেন। এরপর এ সংক্রান্ত একটি প্রতিবেদন পাঠানো হবে দুদকের প্রধান কার্যালয়ে।
ঢাকা/কেয়া/এস