চারজনের লাশ উদ্ধার, বিজিবি সদস্যসহ ১২ জন এখনো নিখোঁজ
Published: 22nd, March 2025 GMT
কক্সবাজারের টেকনাফের মিয়ানমার থেকে নতুন করে অনুপ্রবেশের চেষ্টার সময় নৌকাডুবির ঘটনায় নাফ নদী থেকে চার রোহিঙ্গা নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে এক শিশু ও তিন নারী রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত নারী ও শিশুদের নাম, পরিচয় জানা যায়নি। আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে নাফ নদী থেকে ভাসমান অবস্থায় লাশগুলো উদ্ধার করা হয়।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, শুক্রবার মধ্যরাতে মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় নৌকাডুবির ঘটনা ঘটে। আজ রাতে টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদীতে ভাসমান অবস্থায় চারজনের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে এক শিশু ও তিন নারীর মরদেহ রয়েছে। এদের স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধারের পর স্থানীয়ভাবে দাফনের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত বিজিবি সদস্যসহ ১২ জন নিখোঁজ রয়েছেন।
এর আগে শুক্রবার মধ্যরাতে শাহপরীর দ্বীপের পশ্চিমে রোহিঙ্গাবোঝাই নৌকাটি ডুবে যায়। সে সময় দায়িত্বরত বিজিবির সদস্যরা ২৫ জন রোহিঙ্গা নাগরিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে উদ্ধার করতে গিয়ে বিজিবির এক সদস্য পানিতে পড়ে নিখোঁজ হন। তিনিসহ আরও ১৬ জন তখন নিখোঁজ ছিলেন। এদের মধ্যে চারজনের লাশ উদ্ধার করা হলো।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সদস য
এছাড়াও পড়ুন:
ইউনূস–মোদি বৈঠক নিয়ে উত্তর দেয়নি দিল্লি
আগামী ২-৪ এপ্রিল থাইল্যান্ডে ষষ্ঠ বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক আয়োজনে দিল্লিকে অনুরোধ করেছে ঢাকা।
ইউনূস–মোদি বৈঠক নিয়ে দিল্লি এখনও কোনো উত্তর দিয়েছে কি না– জানতে চাইলে আজ রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো তৌহিদ হোসেন বলেন, না, কোনো উত্তর আসেনি।
এ বৈঠকে যোগ দিতে আগামী ৩ এপ্রিল ব্যাংকক যাবেন প্রধান উপদেষ্টা। আর সম্মেলন শেষ করে ৪ এপ্রিল ঢাকায় ফেরার কথা রয়েছে তার।