যুব মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে দখল ও চাঁদা দাবির অভিযোগ
Published: 22nd, March 2025 GMT
আদালতের আদেশ অমান্য করে সিদ্ধিরগঞ্জে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে শায়লা বেগম নামে এক যুব মহিলা লীগ নেত্রী ও তার অনুসারীদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী অ্যাডভোকেট মো. শাহ আলম মানিক বাদী হয়ে শনিবার নয় জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড যুব মহিলালীগ নেত্রী শায়লা বেগম (৩৭), আবুল (৬০), বাবুল (৫০), জুলহাস (৪২), দুলাল (৪০), সেলিম (৩৭), রনি (৩০), রাব্বি (২৫) ও অনিক (২৭)।
অভিযোগে তিনি উল্লেখ করেন, সিদ্ধিরগঞ্জের গোদনাইল মৌজায় ১৫.
শাহ আলম মানিকের ওই জমিতে থাকা ফলজ গাছ কেটে অভিযুক্তরা টিনশেডের ঘর নির্মানের চেষ্টা করলে তিনি বাঁধা প্রদান করেন। তিনি বাঁধা দিলে তাকে প্রাণ নাশ এবং লাশ গুমের হুমকি প্রদান করা হয়।
শাহ আলম মানিক বলেন, অভিযুক্তরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ২০২০ সালে আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে তারা আমার জমি দখল করে নেয়। আমি থানায় অভিযোগ দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। তখন অভিযুক্তরা পুলিশের উপর হামলা করে।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দেয়। গত ২১ মার্চ অভিযুক্তরা পুনরায় ভবন নির্মাণ কাজ শুরু করলে আমি আদালত কর্তৃক আমার পক্ষে রায়ের কপি নিয়ে গেলে তারা আদালতের আদেশ মানবে না বলে আমার সাথে মারমুখী আচরণ করে। এসময় অভিযুক্তরা আমার নিকট ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।
এদিকে অভিযুক্তদের রাব্বি বিষয়টি অস্বীকার করে বলেন, আমরাও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা কোনো আইন অমান্য করিনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সালেকুজ্জামান বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ
এছাড়াও পড়ুন:
চাল বিতরণে অনিয়ম, প্রতিবাদ করায় জামায়াতের মিছিলে বিএনপির হামলা
ভোলার মনপুরায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীর ওপর হামলা করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এতে তাদের আট নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চরফ্যাসন হাসপাতালে পাঠানো হয়েছে। বোরবার সকালে বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগ থেকে জানা গেছে, ঈদ উপলক্ষে ১ হাজার ৫০ জনের জন্য বিশেষ ভিজিএফের ১০ কেজি করে চাল বরাদ্দ আসে। এর মধ্যে বিএনপিকে ৮০০, জামায়াতে ইসলামীকে ১৫০ ও ইসলামী আন্দোলনকে ১০০টি কার্ড দেওয়া হয়। বিষয়টি মেনে নেননি জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতারা। কার্ড বিতরণে বৈষম্য হয়েছে এমন দাবি তাদের। রোববার সকালে উত্তর সাকুচিয়া ইউনিয়নের হতদরিদ্রদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ শুরু হলে দল দুটির কর্মী-সমর্থকরা সকালে মিছিল নিয়ে বাংলাবাজার ইউনিয়ন পরিষদে যান। সেখানে পরিষদের প্রশাসকের সঙ্গে কথা বলার সময় সাকুচিয়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ও বর্তমান বিএনপি নেতা নয়নের নেতৃত্বে লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে মো. নোমান, রাশেদ, কাউছার, হুমায়ুন কবির, মহিউদ্দিন, রাকিব, আব্বাস ও রাসেল গুরুতর আহত হন। চাল বিতরণ বন্ধ করে দেন ইউনিয়ন পরিষদের প্রশাসক।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমিনুল এহসান জসিম জানান, অনিয়মের প্রতিবাদে মিছিল নিয়ে গেলে বিএনপি নেতা নয়নের নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়। একই অভিযোগ করেন ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মুফতি এনায়েত উল্যাহ।
ইউনিয়ন পরিষদের প্রশাসক নাছির উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে চাল বিতরণ বন্ধ রাখেন। দু’পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা চলছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, কার্ড বিতরণের অনিয়ম নিয়ে দু’পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর জানান, হামলা ও চাল বিতরণের বিষয়ে তিনি কিছু জানেন না। খোঁজ নিয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেবেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক সামসুদ্দিন মোল্লা বলেন, উত্তর সাকুচিয়া ইউনিয়নে যুবদলের কোনো কমিটি নেই। নয়ন সাবেক আহ্বায়ক ছিলেন। তার সঙ্গে যুবদলের কোনো সম্পৃক্ততা নেই।
এ বিষয়ে কথা বলতে বিএনপি নেতা নয়নের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি সাড়া দেননি।