পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে চাঁদা চেয়ে না পেয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া মামলায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি ও তার সহযোগী মিলন শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২২ মার্চ) বিকেলে পিরোজপুরের কাপুড়িয়া পট্টি এলাকার ব্র্যাক ব্যাংকের চতুর্থ তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মুসাব্বির মাহমুদ সানি পিরোজপুর সদর উপজেলার উত্তর মাছিমপুর গ্রামের মো.

কিছলুর ছেলে। মিলন শিকদার একই উপজেলার উত্তর নামাজপুর গ্রামের লিটন শিকদারের ছেলে। মুসাব্বির মাহমুদ সানি পিরোজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি।

আরো পড়ুন:

শিশুকে যৌন নিপীড়ন, যুবক গ্রেপ্তার

কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ওসি আব্দুস সোবহান বলেন, গত শুক্রবার (২১ মার্চ) রাতে পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ দায়ের হওয়া একটি মামলায় মুসাব্বির মাহমুদ সানি ও তার সহযোগী মিলন শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। মুসাব্বির মাহমুদ সানির বিরুদ্ধে আরো কয়েকটি অভিযোগ রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

গত শুক্রবার (২১ মার্চ) দুপুরে পিরোজপুর সদর উপজেলার নির্মাণাধীন মডেল মসজিদে মুসাব্বির মাহমুদ সানিসহ ২৫ থেকে ৩০ জনের একটি দল হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটান। এ ঘটনায় শুক্রবার (২১ মার্চ) রাতে হামলার স্বীকার প্রজেক্ট ম্যানেজার মো. শহিদুল ইসলাম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।  

থানায় দায়ের হওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কিছুদিন ধরে অভিযুক্ত মুসাব্বির মাহমুদ সানিসহ নাম না জানা কয়েকজন এসে উপজেলা মডেল মসজিদের কাজ বন্ধ করে দিতে চায়। কাজ চালানোর জন্য ২০ লাখ টাকা দাবি করেন তারা। অভিযোগকারী চাঁদা দিতে অস্বীকার করলে শুক্রবার দুপুরে অভিযুক্ত মুসাব্বির মাহমুদ সানিসহ ২০ থেকে ২৫ জন এসে অতর্কিত হামলা চালায় এবং অভিযোগকারী শহিদুল ইসলামের থাকার জায়গা ভাঙচুর করে ৫ লাখ টাকাসহ বিভিন্ন মালামাল লুটপাট করে নেয়। এসময় এলাকাবাসী এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।

থানায় লিখিত অভিযোগকারী নির্মাণাধীন মডেল মসজিদের ঠিকাদারি প্রতিষ্ঠান ইজি-এমকেবি-এমআরবি (জেভি) এর প্রজেক্ট ম্যানেজার মো. শহিদুল ইসলাম বলেন, “ওই দিন দুপুরে মুসাব্বির মাহমুদ সানিসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন পিরোজপুরের নির্মাণাধীন সদর উপজেলা মডেল মসজিদে এসে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তারা আমার থাকার রুমে হামলা চালায়। তারা ক্যাশ বক্স ভেঙে নগদ ৫ লাখ টাকা, সিসিটিভি ফুটেজ গোপন করতে কম্পিউটারের হার্ডডিস্ক, ১২টি হ্যালোজেন লাইট নিয়ে যায়। এসময় শ্রমিকদের থাকার ঘরও ভাঙচুরসহ শ্রমিকদের মারধর করা হয়।”

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মেহেদী হাসান বলেন, “হঠাৎ তারা এসে হামলা চালায়। তাদের হাতে হামার, চাইনিজ কুড়াল ও রড ছিল। তারা সেগুলো দিয়ে জিনিসপত্র ভাঙা শুরু করে। আমাকে মারধর শুরু করে। আমাদের সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং শ্রমিকের বেতনের জন্য রাখা ৫ লাখ টাকা নিয়ে যায়।”

ঢাকা/তাওহিদুল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ ক রব র উপজ ল

এছাড়াও পড়ুন:

কবরস্থানের জমি নিয়ে বিএনপির ২ পক্ষের দ্বন্দ্বে নিহত ১

নাটোরের বড়াইগ্রামে কবরস্থানের জমি নিয়ে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বে ছুরিকাঘাতে নজিম উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হন আরো তিনজন। তাদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের নওপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। 

নিহত নজিম উদ্দিন একই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। আহতরা হলেন- নওপাড়া গ্রামের বন্দের আলী ছেলে ও ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম (৪৫), সিরাজ উদ্দিনের ছেলে ও ছাত্রদল কর্মী আরিফুল ইসলাম (৩৮) ও বাবু মিয়া (৪৫)। 

আরো পড়ুন:

হত্যা-লুটপাটে জড়িত নয়, এমন কারো নেতৃত্বে আ.লীগের রাজনীতিতে বাধা নেই: রিজভী

ধামরাইয়ে বিএনপি নেতা হত্যার নেপথ্যে মাটি ব্যবসার বিরোধ

পুলিশ ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে কবরস্থানের জমি নিয়ে বিএনপি নেতা গনি মিয়া ও ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। এ বিষয়ে আদালতে মামলাও চলমান। আজ গনি মিয়ার ছেলে ওমর ফারুখ ও জামাই ফারুখ হোসেনের সঙ্গে জাহাঙ্গীর আলমের কথা-কাটাকাটি হয়।

এরই এক পর্যায়ে ওমর ফারুখ নজিম উদ্দিনকে ছুরিকাঘাত করেন। এসময় তাকে উদ্ধার করতে এলে জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম ও বাবু মিয়াকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক নজিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অন্যান্যরা হাসপাতালে চিকিৎসাধীন।

বড়াইগ্রাম থানার কর্মকর্তা (তদন্ত ওসি) মাহবুবুর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।”

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ফতুল্লায় ইজিবাইক চালককে গলা কেটে হত্যা, আটক ১
  • গাজীপুরের সোয়েটার কারখানায় শ্রমিক অসন্তোষ, ভাঙচুর 
  • সিলেটে এনসিপির ইফতার মাহফিলে হাতাহাতি
  • টেকনাফে অপহরণের সময় তিন ডাকাতকে ধরল জনতা
  • র‍্যাব ও এপিবিএন হেডকোয়ার্টার পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার
  • রূপায়ণ টাউন মসজিদে সংঘর্ষ আহত ৬
  • রূপায়ণ টাউন মসজিদে সংঘর্ষ ও হাতুড়িপেটা, আহত ৬
  • কবরস্থানের জমি নিয়ে বিএনপির ২ পক্ষের দ্বন্দ্বে নিহত ১
  • বরিশালে নাহিদ ইসলাম ইসলামের সামনেই ২ গ্রুপের হাতাহাতি