ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে সরকারের নিষেধাজ্ঞার মধ্যেই তৃতীয় দিনের মতো তুরস্কে বিক্ষোভ হয়েছে।
বিবিসি জানায়, তুরস্ক কর্তৃপক্ষ বিক্ষোভের ঘটনায় শুক্রবার অন্তত ৩৪৩ জনকে গ্রেপ্তার করেছে। দেশটিতে বিক্ষোভ-সমাবেশের ওপর চার দিনের নিষেধাজ্ঞা জারি রয়েছে।
তুরস্কের রাজনীতিতে সেক্যুলার দল হিসেবে পরিচিত রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা একরেম ইমামোগলু। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করার কথা ছিল এ সপ্তাহের শেষের দিকে। এর মধ্যেই গত বুধবার দুর্নীতি ও সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার অভিযোগে আরও ১০৫ জনের সঙ্গে ইমামোগলুকেও আটক করা হয়। এর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উস্কানিমূলক’ পোস্ট দেওয়ার অভিযোগে আরও অনেককে আটক করে সরকার।
.উৎস: Samakal
কীওয়ার্ড: এরদ য় ন
এছাড়াও পড়ুন:
ইউনূস–মোদি বৈঠক নিয়ে উত্তর দেয়নি দিল্লি
আগামী ২-৪ এপ্রিল থাইল্যান্ডে ষষ্ঠ বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক আয়োজনে দিল্লিকে অনুরোধ করেছে ঢাকা।
ইউনূস–মোদি বৈঠক নিয়ে দিল্লি এখনও কোনো উত্তর দিয়েছে কি না– জানতে চাইলে আজ রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো তৌহিদ হোসেন বলেন, না, কোনো উত্তর আসেনি।
এ বৈঠকে যোগ দিতে আগামী ৩ এপ্রিল ব্যাংকক যাবেন প্রধান উপদেষ্টা। আর সম্মেলন শেষ করে ৪ এপ্রিল ঢাকায় ফেরার কথা রয়েছে তার।