চা-শ্রমিকদের দুর্দশা দূর করতে উদ্যোগ নেওয়া হবে: বিএনপি নেতা খন্দকার মুক্তাদীর
Published: 22nd, March 2025 GMT
ছবি: প্রথম আলো
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিনেমা ছাড়বো কিন্তু এখন না: বর্ষা
ক’দিন আগেই সিনেমা ছাড়ার ঘোষণা নিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা হয়। এবার তিনি জানালেন, সিনেমার চেয়ে আপাতত পরিবারকে সময় দিতে চান অনন্তঘরনী।
বর্ষা গণমাধ্যমকে বলেন, ‘পরিবারকে বেশি গুরুত্ব দিতে চাই। সন্তানদের সঙ্গে সময় কাটাতে চাই। আর্দশ মা হতে চাই। আমাদের দায়িত্ব তাদের সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়া।’
বর্ষ জানান, তাঁর হাতে ‘নেত্রী: দ্য লিডার’, ‘মাসুদ রানা’, ‘কিল হিম-২’ নামের তিনটি ছবি আছে। ছবিগুলোর শুটিং শেষ করে নতুন আর কোনো সিনেমায় অভিনয় করবেন না তিনি।
বর্ষার কথায়, ‘তিনটি সিনেমা শেষ করতে সময় লাগবে। সিনেমা ছাড়বো কিন্তু এখন না। এসব সিনেমার শুটিং করতে অনেকদিন লেগে যায়। দুই-তিন বছর লেগে যাবে। এগুলো শেষ হলে আর সিনেমা করব না।’
২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক হয় বর্ষার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেন তারা। এরপর তারা জুটি হয়ে অভিনয় করেছেন ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘দিনঃ দ্য ডে’, ‘কিল হিম’সহ কয়েকটি সিনেমায়।
অনন্ত জলিল ও বর্ষার সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান রয়েছে।