বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে, কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। যারা দ্বিতীয় বিকল্প খুঁজছে, তারা গণতন্ত্র চায় না। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে তাদের হাতেই গণতন্ত্রের মালিকানা ফিরিয়ে দিতে হবে। নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ সামনে আনতে হবে।

শনিবার চট্টগ্রাম নগরের একটি ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা একভাবে নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করেছেন। এখন আরেকটা পক্ষ অন্যভাবে ক্ষতিগ্রস্ত করতে চায়, বাধা দিতে চায়। এই প্রক্রিয়া চলতে দেওয়া যায় না। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনতে হবে। তখন জবাবদিহি থাকবে।

আমীর খসরু বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর মানুষের মনে যে পরিবর্তন এসেছে, তা ধারণ করতে হবে। পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চাইলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার ও সংসদ গঠন করতে হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা.

শাহাদাত হোসেন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর বিএনপি নেতা শিল্প শামসুল ইসলাম প্রমুখ।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ব এনপ

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে ইফতার ও দোয়া মাহফিল

হবিগঞ্জের মাধবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। আজ রোববার মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে স্থানীয় একটি কনভেশন সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ সৈয়দ মো. শাহজাহান, পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খাঁন, সিনিয়র সহ-সভাপতি মাসুকুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী অলিউল্লাহ, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সাবেক মেয়র হাবিবুর রহমান, চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সহসভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, চেয়ারম্যান মীর খুরশেদ আলম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান খাঁন, বাবুল হোসেন প্রমুখ।

সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান বলেন, দেশে এখন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিএনপি এ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। গত ১৭ বছরে বাংলাদেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্টা করতে আমাদের অনেক কর্মী শহীদ হয়েছেন। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ নির্বাচন চায়। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আরও শক্তিশালী হবে।

প্রসঙ্গত, গত কয়েক দিনে মাধবপুর উপজেলা ও পৌরসভার ১০৮টি ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার আয়োজন করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে ইফতার ও দোয়া মাহফিল
  • ভূরাজনীতি আওয়ামী লীগকে প্রত্যাবাসন করতে চায়: মাহমুদুর রহমান
  • রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা বাড়াতেই হবে
  • সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে: তারেক রহমান
  • নির্বাচনের আকাশে কালো মেঘ দেখা দিয়েছে: মান্না
  • যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে: তারেক রহমান
  • কোনোভাবেই যেন স্বৈরাচার আবার মানুষের কাঁধে চেপে বসতে না পারে: তারেক রহমান
  • হাসিনা পালায় গেছে, গণতন্ত্র আমরা এখনো পাই নাই, ভোটাধিকার পাই নাই: শামা ওবায়েদ
  • ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে: আমীর খসরু