ইমরান খান ক্ষমা চাইলে মুক্তি পেতে পারেন
Published: 22nd, March 2025 GMT
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারামুক্তি সম্ভব। তবে এর জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে। ২০২৩ সালের ৯ মে দাঙ্গার ঘটনায় তিনি যদি মন থেকে ক্ষমা চান, তবে তিনি মুক্তি পেতে পারেন। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ এ কথা বলেছেন।
দুর্নীতির মামলায় ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় ওই বছরের ৯ মার্চ পাকিস্তানজুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে। বেশ কিছু সেনা স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দাঙ্গার জন্য সরকারের পক্ষ থেকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) দায়ী করা হয়।
পাকিস্তানের জিও নিউজের জিগরা নামের অনুষ্ঠানে রানা সানাউল্লাহ বলেন, ইমরান খান দেশকে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে ফেলে দিয়েছিলেন।
তিনি মনে করেন, তাঁর কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিপ্লব করতে পারবেন। কিন্তু বিপ্লবের কোনো সুযোগ নেই। শুধু রাজনৈতিক সংগ্রাম বিজয় আনতে পারে। তিনি আরও বলেন, গত নভেম্বরের ২৪ থেকে ২৬ তারিখে পিটিআই ইসলামাবাদে যে সমাবেশ কর্মসূচি করেছিল, এ রকম পদ্ধতিতে সফলতা পাওয়া যাবে না।
রানা সানাউল্লাহ আরও বলেন, ৯ মের ঘটনায় যদি ইমরান ক্ষমা চান, তবে আলোচনা এগোতে পারে। এর আগে তিনি বলেছিলেন, আদালত যদি ইমরানকে মুক্তি দেন, তবে শাহবাজ শরিফের সরকারের পক্ষ থেকে ইমরানকে ছেড়ে দিতে কোনো আপত্তি নেই। ইমরান খান বিভিন্ন মামলায় এক বছরের বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী।
আরও পড়ুনআদালতের কাছে ক্ষমা চাইলেন ইমরান খান২২ সেপ্টেম্বর ২০২২.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গরমে স্বস্তির পানীয়
চড়া রোদ আর তীব্র গরমে জীবন যখন হয়ে ওঠে ক্লান্তিকর, তখন এক গ্লাস ঠান্ডা পানীয় যেন স্বস্তির চুমুক। এই গরমে শরীর ঠান্ডা রাখতে কিছু সুস্বাদু ও উপকারী পানীয়ের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী ইসরাত জাহান লাকী
ফ্রুট পাঞ্চ
উপকরণ: তরমুজের রস ১ কাপ, ১টি লেবুর রস, আনারসের রস ১ কাপ, সুগার সিরাপ ১ কাপ, বরফ পরিমাণমতো, লবণ ১ চিমটি।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।
কোল্ড ডেভিনশন
উপকরণ: ঘন দুধ ২ কাপ, ভ্যানিলা আইসক্রিম ৪ স্কুপ, চকলেট হরলিক্স সিকি কাপ, চিনি সিকি কাপ ও বরফ।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় ১/২ কাপ নিউট্রেলা বা নসিলা দিলে নিউট্রেলা সেক হয়ে যাবে। এর সঙ্গে ৪ পিচ ওরিও গুঁড়া করে দিতে হবে। পরিবেশনের সময় ওপরে চকলেট কুচি দিয়ে পরিবেশন করতে হবে।
স্মোক ম্যাংগো ধামাকা
উপকরণ: কাঁচা আম ২টি, সরিষার তেল পরিমাণমতো, চিনি সিকি কাপ, কাঁচামরিচ ১টি, কাসুন্দি ১ টেবিল চামচ, টালা জিড়া গুঁড়া ১/২ চামচ, পানি দেড় কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, সামান্য লবণ, বরফ কুচি।
প্রস্তুত প্রণালি: কাঁচা আমের গায়ে তেল মাখিয়ে নিয়ে চুলায় পুড়িয়ে নিন। এরপর পোড়া আম পানি দিয়ে সেদ্ধ করুন। আমের সঙ্গে সব উপকরণ মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
ব্লু মুন ড্রিংকস
উপকরণ: বরফ কুচি ৪/৫ কিউব, সোডা ওয়াটার ১ গ্লাস, লেবুর রস ১ টেবিল চামচ, নীল রঙের ফুড কালার ১ ড্রপ, লবণ ১ চিমটি।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। তারপর লেবুর স্লাইজ ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে
পরিবেশন করুন।