আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেছেন, রক্তের দাগ এখনো শুকায়নি। এখনই ফ্যাসিবাদী দলকে পুনর্বাসন করার অপচেষ্টা জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।

আজ শনিবার ইসলামী আন্দোলনের কার্যালয়ে কেন্দ্রীয় আমেলার নিয়মিত বৈঠকে সৌদি আরব থেকে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন চরমোনাই পীর।

চরমোনাই পীর বলেন, বিচারের আগে আওয়ামী লীগের নেতৃত্ব ও আওয়ামী লীগের পুনর্বাসনের আলাপ অনৈতিক। এই ধরনের আলাপ-আলোচনা দেশ ও জনগণের স্বার্থবিরোধী। গত ১৫ বছরে আওয়ামী লীগ যে অপরাধ করেছে তার দায় কেবল ব্যক্তি ও ব্যক্তিদের ওপরে চাপিয়ে দল হিসেবে আওয়ামী লীগকে দায়মুক্তি দেওয়া হবে এবং এর মাধ্যমে গণ–অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। আর কোনো ফ্যাসিবাদ যাতে জন্মাতে না পারে, সে জন্য দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে।

ইসলামী আন্দোলন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে গণ্য করে না জানিয়ে চরমোনাই পীর বলেন, রাজনৈতিক দলের ক্ষেত্রে করণীয় নীতি-আদর্শ আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

দলের নিয়মিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, শেখ ফজলে বারী মাসউদ, ইমতেয়াজ আলম, সহকারী মহাসচিব আহমাদ আব্দুল কাউয়ুম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, লোকমান হোসেন জাফরি, এ বি এম জাকারিয়া, শওকত আলী, কেফায়েত উল্লাহ কাশফি, নুরুল করীম আকরাম, খলিলুর রহমান, হারুনুর রশিদ, দেলাওয়ার হোসাইন সাকী, হাসিবুল ইসলাম, আরিফুল ইসলাম, আল মুহাম্মাদ ইকবাল, জি এম রুহুল আমীন, হেমায়েতুল্লাহ, রেজাউল করীম আবরার, শামসুদ্দোহা আশরাফি, নাছির উদ্দিন ও শেখ মুহাম্মাদ নুরুন নাবী।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চরম ন ই প র ল কর ম ইসল ম

এছাড়াও পড়ুন:

গাইবান্ধার সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার দিনাজপুরে আটক

দিনাজপুরে পুলিশের হাতে আটক হয়েছেন গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবির। আজ মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকায় দীবা গার্ডেন নামের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন।

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবির

সম্পর্কিত নিবন্ধ