সোনারগাঁয়ে হাসপাতালে শৌচাগারের পাইপে নবজাতকের মরদেহ
Published: 22nd, March 2025 GMT
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরী বিভাগের শৌচাগারের পাইপ থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুরে এ মরদেহটি উদ্ধার করা হয়।
এদিকে হাসপাতালের শৌচাগারের পাইপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা.
পরে পাশে নির্মাণাধীন আরেকটি শৌচাগারের পাইপ দিয়ে মেরামত করতে গেলে হাসপাতালের লোকজন নবজাতকের মরদেহটি পাইপের ভেতর দেখতে পায়।
তিনি আরও বলেন, হাসপাতালের ভেতর থেকে না কি বহিরাগত কেউ ফেলে দিয়ে গেছে- তা এখনো আমরা নিশ্চিত নই। মরদেহটি দেখার সঙ্গে সঙ্গেই থানা পুলিশকে অবগত করলে তারা এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
ঘটনাস্থলে যাওয়া সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) নাঈমুল ইসলাম জানান, পাইপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তবে বিস্তারিত এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন উদ্ধার, আটক ৩
সিদ্ধিরগঞ্জে ৫ হাজার ৬২০ কেজি পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ। যার আনুমানিক মূল্য ৭ লাখ ৮৬ হাজার ৮শ টাকা।
এ সময় পলিথিন সরবারহের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ন-১৩-৭৩৩৮) জব্দসহ তিনজনকে আটক করে হাইওয়ে পুলিশ।
আটককৃতরা হলেন- ঢাকা জেলার, ধামরাই থানার, গাংগুটিয়া গ্রামের এসহাক মিয়ার ছেলে রফিক, মুন্সিগঞ্জ জেলার সদর থানার বাংলা বাজার এলাকার রুহুল আমিন সরকারের ছেলে মনির ও নোয়াখালী জেলার সাধুরাম থানার মহাব্বাতপুর এলাকার শফিকুল রহমানের ছেলে।
রবিবার (২৩ মার্চ ) ভোর রাতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে কাঁচপুর ব্রিজের ঢালে টাইগার রি- রোলিং মিল সংলগ্ন সাজেদা হসপিটাল এর সামনে থেকে ওই নিষিদ্ধ পলিথিনসহ তাদের আটক করা হয়।
শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী এর সত্যতা নিশ্চিত করে জানান, পলিথিন উদ্ধারের ঘটনায়আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।