সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ রাজনৈতিক বিরোধীদের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন।

নিরাপত্তার ছাড়পত্রের বদৌলতে আমেরিকার গোপন তথ্যাবলি পেয়ে থাকেন সাবেক প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও অন্যান্য সাবেক শীর্ষ কর্মকর্তারা। ২০২১ সালে ক্যাপিটল হামলার ঘটনার পর ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র তুলে নিয়েছিলেন বাইডেন। তিনি বলেছিলেন, “ট্রাম্পের আচরণ প্রমাণ করে, তিনি আর গোপন গোয়েন্দা তথ্য পাওয়ার উপযুক্ত নন। তাই ওই ছাড়পত্র প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।”

শুক্রবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে লিখেছেন, “বাইডেনের গোপন তথ্য পাওয়ার আর কোনো প্রয়োজন নেই। আমরা তার এই সংক্রান্ত নিরাপত্তার ছাড়পত্র প্রত্যাহার করছি। প্রতিদিন তার কাছে যে গোপন খবরগুলো যেত, তা আর যাবে না। এই উদাহরণটি তৈরি করেছেন বাইডেন নিজেই। ২০২১ সালে তিনি আমার নিরাপত্তার ছাড়পত্র তুলে নিয়েছিলেন। গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন, আমাকে যেন জাতীয় নিরাপত্তার আর কোনো খবর না দেওয়া হয়। সাবেক প্রেসিডেন্টেরা এই সুবিধা পেয়ে থাকেন।”

বাইডেনের স্মৃতিশক্তিকে ব্যঙ্গ করে ট্রাম্প লিখেছেন, “রিপোর্টে দেখা গেছে বাইডেনের স্মৃতিশক্তি বেশ কম। গোপন তথ্য নিয়ে তাকে ভরসা করা যায় না। আমি আমেরিকার জাতীয় নিরাপত্তাকে সব সময় সুরক্ষিত রাখার চেষ্টা করব।”

বাইডেন এবং হ্যারিস ছাড়াও যাদের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন-সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য লিজ চেনি, অ্যাডাম কিনজিঙ্গার এবং নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নিউইয়র্কে টিভি অভিনেতার যাবজ্জীবন কারাদণ্ড

২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেন্ট অ্যালব্যান্সে এক ব্যক্তিকে হত্যার দায়ে নিউইয়র্কের এক টিভি অভিনেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। হত্যা মামলায় অভিনেতা আইজিয়া স্টোকসকে দোষী সাব্যস্ত করে শুক্রবার কুইন্স সুপ্রিম কোর্টের বিচারক কেনেথ হোল্ডার এ রায় দেন। ৩৭ বছর বয়সী টাইরন জোনসকে গুলি করে হত্যার দায়ে ৪৫ বছর বয়সী স্টোকসকে দোষী সাব্যস্ত করা হয়। 

অভিযোগপত্র ও সাক্ষ্য অনুযায়ী, ২০২০ সালের অক্টোবর মাসে কুইন্সের একটি ক্লাবে জোনসের জন্মদিনের পার্টিতে স্টোকস ও জোনসের মধ্যে দেখা হয়। সেখানে অভিনেতা নারী অতিথিদের প্রতি অনুচিত আচরণ করলে তাদের মধ্যে বিবাদ বাধে। জোনস তাকে পার্টি ছেড়ে যেতে বলেন। পরে স্টোকস পার্টির অন্য অতিথিদের সঙ্গে হাতাহাতিতে আহত হন। ২০২১ সালের ২৯ জানুয়ারির দিকে স্টোকস জোনসের গাড়ির নিচে একটি জিপিএস ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেন এবং হত্যাকাণ্ডের দিন জোনসকে খুঁজে বের করার জন্য এটি ব্যবহার করেন।

২০২১ সালের ৭ ফেব্রুয়ারি দুপুরে স্টোকস একটি হ্যান্ডগান বের করে জোনসের গাড়ির দিকে ১১ বার গুলি ছোড়েন। জোনসের মাথা ও বুকে একাধিক গুলি লাগে। ওই বছরের ১৬ জুলাই স্টোকসকে তার অ্যাপার্টমেন্ট থেকে গ্রেপ্তার করা হয়। 

সম্পর্কিত নিবন্ধ

  • দুদকের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়িচালক মালেকের ১৩ বছর কারাদণ্ড
  • স্বাস্থ্যের সেই গাড়িচালক মালেকের ১৩ বছরের কারাদণ্ড
  • ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে সাক্ষ্য পেছাল
  • নাসির-তামিমার মামলায় সাক্ষ্য পেছালো
  • নিউইয়র্কে টিভি অভিনেতার যাবজ্জীবন কারাদণ্ড