সরকারি জমি পেয়েও মন খারাপ ঋতুপর্ণার
Published: 22nd, March 2025 GMT
সাফজয়ী নারী ফুটবল দলের অন্যতম সদস্য ঋতুপর্ণা চাকমা। পাহাড়ি কন্যা ঋতু–রূপনাদের কল্যাণে দু–দুবার আনন্দে ভেসেছে দেশ। পিছিয়ে পড়া পার্বত্য চট্টগ্রামও যে জাতীয় অর্জনে অবদান রাখতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত পাহাড়ের এই নারী ফুটবলাররা। শিরোপা জয়ের পর দুবারই রাঙামাটিতে বিশাল সংবর্ধনা পেয়েছেন ঋতু–রূপনারা। প্রশাসনসহ অনেকের অনেক প্রতিশ্রুতিও মিলেছিল।
সেই প্রতিশ্রুতি অনুযায়ী ঋতুপর্ণাকে ঘর নির্মাণের জন্য ১২ শতক জমি বরাদ্দ দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। শুধু জমি নয়, ঘর তোলার জন্য প্রাথমিকভাবে ৪ লাখ টাকাও দিয়েছে তারা। এতে দারুণ উচ্ছ্বসিত ঋতুপর্ণা। বৃহস্পতিবার রাঙামাটির কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের সঙ্গে গিয়ে জমি দেখেও এসেছেন ঋতু। সেখানে দাঁড়িয়ে ছবি তুলেছেন। সঙ্গে ঋতুর স্বজনেরাও ছিলেন।
কিন্তু এই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। জানা গেছে, ঋতুকে ওই জমিতে ঘর নির্মাণ না করতে নানাভাবে নিরুৎসাহিত করা হচ্ছে। এমনকি ওই জমি পাওয়ার জন্য অন্য একটি পক্ষ তদবির করে যাচ্ছে বলেও শোনা গেছে। ঋতুপর্ণা এতে মর্মাহত হয়ে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসও দিয়েছেন মন খারাপ করে।
প্রথম আলোকে ঋতুপর্ণা বলেন, ‘আমাকে ঘর নির্মাণের জন্য জমি দিয়েছে প্রশাসন। চার লাখ টাকাও বরাদ্দ দিয়েছে। এটাতে সত্যি আনন্দিত। খুবই খুশি হয়েছি। আমার মা–বোনেরাও খুশি। কিন্তু একটা মহল বিষয়টাতে বাধা সৃষ্টি করছে।’
ঋতুপর্ণা চাকমার হাতে নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড়ের পুরস্কার.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
২০২৬ বিশ্বকাপে খেলতে হলে কী করতে হবে, নেইমারকে বলে দিলেন রোনালদো
নেইমার কি বিশ্বকাপ খেলতে পারবেন? বিশ্বকাপের এক বছরের অল্প কিছু বেশি সময় বাকি থাকলেও এই প্রশ্নটাই এখন যেন প্রাসঙ্গিকভাবে বারবার সামনে আসছে। ২০২২ কাতার বিশ্বকাপের পর একের পর এক চোটে কোণঠাসা হয়ে পড়েছেন নেইমার।
এমনকি ১৬ মাস পর দলে ফিরেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এ মাসের বিশ্বকাপ বাছাইয়ের দলে জায়গা পেয়েও একপর্যায়ে সরে যেতে হয়েছে তাঁকে।
এমন পরিস্থিতিতে আগামী বছরের বিশ্বকাপে খেলার জন্য নেইমার ফিট থাকবেন কি না সেই প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে কথা বলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও। ‘দ্য ফেনোমেনন’ খ্যাত রোনালদোর বিশ্বাস আগামী বছরের বিশ্বকাপে খেলবেন নেইমার। কিন্তু সে জন্য নেইমারকে নিজেকে ‘উৎসর্গ’ করে দিতে হবে বলেও মন্তব্য করেছেন রোনালদো।
আরও পড়ুনব্রাজিলের হয়ে এবারও খেলা হচ্ছে না নেইমারের১৫ মার্চ ২০২৫সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার রোনালদো নিজেও চোট নিয়ে অনেক ভুগেছেন। ফলে লড়াইটা কেমন সেটা রোনালদোর চেয়ে ভালো আর কে জানে! কিন্তু সেই চোটকে জয় করেই ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি। নেইমারকে নিয়েও তেমন কিছু আশা করছেন ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও