সদ্য প্রয়াত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শ্রদ্ধা, ভালোবাসা আর স্মৃতিচারণায় তাঁকে স্মরণ করা হলো তাঁকে।

আজ শনিবার বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এই সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএ)।

স্মরণসভায় অধ্যাপক আরেফিন সিদ্দিকের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন স্মৃতির কথা বলেন তাঁর বিভাগের (গণযোগাযোগ ও সাংবাদিকতা) বর্তমান, সাবেক শিক্ষার্থী ও শিক্ষকেরা। এ সময় অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই আতিক উল্লাহ সিদ্দিক, তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাত পৌনে ১১টার দিকে শেষনিশ্বাস ত্যাগ করেন অধ্যাপক আরেফিন সিদ্দিক। ৬ মার্চ ইফতার কেনার জন্য ঢাকা ক্লাবে (রমনায়) গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানে দাঁড়িয়ে কথা বলার মধ্যেই পড়ে যান এই শিক্ষক। তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শুরুর পর অধ্যাপক আরেফিনকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। এর পর থেকে তিনি সেখানে লাইফ সাপোর্টে ছিলেন।

স্মরণসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগের শিক্ষক শারমিন আহমেদ বলেন, ‘স্যারের মৃত্যুকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। শেষ পর্যন্ত স্যারের জন্য তাঁর শিক্ষার্থীদের ভালোবাসা ছিল। অনেকেই স্যারের সমালোচনা করেন, অথচ অনেকেই স্যারকে দেখেননি। স্যারের শক্তিশালী ব্যক্তিত্ব ছিল। স্যারকে আল্লাহ বেহেশত নসিব করুন।’

অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছাত্র বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উপপরিচালক মো.