রায়পুরায় টেঁটাযুদ্ধের সময় গুলিবিদ্ধ হয়ে দুজন নিহতের ৩৬ ঘণ্টা পরও মামলা হয়নি
Published: 22nd, March 2025 GMT
প্রতীকী ছবি
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইশানের সেঞ্চুরিতে রেকর্ড রান হায়দরাবাদের
আইপিএলের গত মৌসুমে ব্যাটিং তান্ডব দেখিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের রেকর্ড ২৭৭, ২৬৬ ও ২৮৭ রান তুলেছিল তারা। কখনো ট্রাভিস হেড, কখনো অভিষেক শর্মা নয়তো হেনরিক ক্লাসেন ঝড় তুলেছিলেন। এবারো প্রথম ম্যাচেই তান্ডব দেখিয়েছে হায়দরাবাদ।
রাজস্থান রয়েলসের বিপক্ষে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান তুলেছে। যা ইনিংসে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক রান। গত বছর হায়দরাবাদ রেকর্ড ২৮৭ করেছিল।
বিশাল ওই রান তুলতে ঝড়ো সেঞ্চুরি করেছেন মুম্বাই ইন্ডিয়ান্স থেকে হায়দরাবাদে নাম লেখানো ইশান কিশান। তিনি তিনে নেমে ৪৭ বলে ১০৬ রান তোলেন। ১১টি চারের সঙ্গে ছয়টি ছক্কা মারেন। শুরু থেকে ঝড়ো ব্যাটিং করা দলটির হয়ে অভিষেক শর্মা ১১ বলে ২৪ রান করেন। অন্য ওপেনার ট্রাভিস হেড ৩১ বলে ৪৭ রান যোগ করেন। তিনি ৯টি চারের সঙ্গে ছক্কা মারেন ৩টি।
চওড়া ছিল নিতিশ রেড্ডি ও ক্লাসেনের ব্যাটও। চারে নামা অলরাউন্ডার রেড্ডি ১৫ বলে ৩০ রান যোগ করেন। চারটি চার ও একটি ছক্কা মারেন তিনি। ক্লাসেন পাঁচটি চার ও এক ছক্কায় খেলেন ১৪ বলে ৩৪ রানের ইনিংস। তুষার দেশপান্ডে ৪ ওভারে ৪৪ রান দিয়ে ৩ উইকেট নেন। ২ উইকেট নেওয়া মহেশ থিকসানা ৪ ওভারে ৫২ রান হজম করেন।