মানিকগঞ্জ সদর উপজেলায় আজ শনিবার এক দিনে পৃথক স্থান থেকে তিনজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেলেও অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি।

নিহত তিনজনের মধ্যে দুজন হলেন সদর উপজেলার রানাদিয়া গ্রামের মো. রফিক মিয়ার মেয়ে তনিমা আক্তার (১৬) এবং শিবালয় উপজেলার শিবালয় এলাকার রেজাউল হকের স্ত্রী আফসানা আক্তার (১৮)।

মানিকগঞ্জ সদর থানার পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া গ্রামের বাড়ি থেকে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় তনিমা আক্তার (১৬) নামের কিশোরীর লাশ উদ্ধার করা হয়। এর আগে সকালে উপজেলার আটিগ্রাম ইউনিয়নের সুটুরিয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আফসানা আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া সদর উপজেলার পশ্চিম শানবান্দা গ্রামে কালীগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় থানায় পৃথক তিনটি অপমৃত্যুর মামলা হয়েছে। অজ্ঞাত নারীর পরিচয় উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সদর উপজ ল ম ন কগঞ জ উপজ ল র

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন উদ্ধার, আটক ৩

সিদ্ধিরগঞ্জে ৫ হাজার ৬২০ কেজি পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ। যার আনুমানিক মূল্য ৭ লাখ ৮৬ হাজার ৮শ টাকা।

এ সময় পলিথিন সরবারহের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ন-১৩-৭৩৩৮) জব্দসহ তিনজনকে আটক করে হাইওয়ে পুলিশ। 

আটককৃতরা হলেন- ঢাকা জেলার, ধামরাই থানার, গাংগুটিয়া গ্রামের এসহাক মিয়ার ছেলে রফিক, মুন্সিগঞ্জ জেলার সদর থানার বাংলা বাজার এলাকার রুহুল আমিন সরকারের ছেলে মনির ও নোয়াখালী জেলার সাধুরাম থানার মহাব্বাতপুর এলাকার শফিকুল রহমানের ছেলে।

রবিবার (২৩ মার্চ ) ভোর রাতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে কাঁচপুর ব্রিজের ঢালে টাইগার রি- রোলিং মিল সংলগ্ন সাজেদা হসপিটাল এর সামনে থেকে ওই নিষিদ্ধ পলিথিনসহ তাদের আটক করা হয়।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী এর সত্যতা নিশ্চিত করে জানান, পলিথিন উদ্ধারের ঘটনায়আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

 

 

সম্পর্কিত নিবন্ধ