মানিকগঞ্জে ২ কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার, নদীতে ভাসছিল নারীর
Published: 22nd, March 2025 GMT
মানিকগঞ্জে একই দিনে দুই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার তনিমা আক্তার (১৬) ও আফসানা আক্তারের (১৬) মরদেহ সদর উপজেলার দুটি গ্রাম থেকে উদ্ধার করা হয়। এ দিন কালীগঙ্গা নদীতে পাওয়া গেছে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ।
তনিমা আক্তার উপজেলার গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া গ্রামের মো. রফিক মিয়ার মেয়ে। পুলিশ জানায়, সংবাদ পেয়ে শনিবার দুপুরে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল সে।
অপরদিকে, আফসানা আক্তার (১৬) নামের আরেক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় আটিগ্রাম ইউনিয়নের সুটুরিয়া এলাকা থেকে। সে শিবালয় উপজেলা আরিচা গ্রামের রেজাউল হকের স্ত্রী।
পুলিশ জানায়, সদর উপজেলার পশ্চিম শানবান্দা এলাকার কালীগঙ্গা নদীতে এক নারীর মরদেহ ভাসছিল। এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে সেই মরদেহ উদ্ধার করে। শনিবার সন্ধ্যা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, তিন মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অজ্ঞাতপরিচয় নারীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম ন কগঞ জ ল শ উদ ধ র ম ন কগঞ জ উপজ ল মরদ হ
এছাড়াও পড়ুন:
গাজীপুরে ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে নিহত ২
গাজীপুর নগরের পুবাইলে ট্রাকের সঙ্গে ইজিবাইকের (ব্যাটারিচালিত তিন চাকার যান) সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নিমতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন পুবাইল থানার হায়দরাবাদ গ্রামের ইজিবাইকের চালক হানিফ মিয়া (৩৫) ও যাত্রী মাজুখান গ্রামের সাহেদ সাব্বির (২৫)।
স্থানীয় লোকজন জানান, টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নিমতলী এলাকায় আজ সকালে ঢাকামুখী দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে পুবাইলমুখী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও এক যাত্রী নিহত হন। আহত হন তিনজন। খবর পেয়ে পুলিশ হতাহত ব্যক্তিদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ট্রাক ও ইজিবাইক সড়কের পাশে দুমড়েমুচড়ে পড়ে আছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।