কক্সবাজারের টেকনাফ উপকূল এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ সাত মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড ও র্যাব।
শনিবার (২২ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।
আটককৃতরা হলেন- সুলতান আহমেদ (৩৫), জাহাঙ্গীর হোসেন (২৬), আব্দুল্লাহ (২০), রিয়াজ উদ্দীন (১৯), আব্দুল মান্নান (২৫), কামাল হোসেন (৩০) ও জাহাঙ্গীর আলম (২৯)। তারা সবাই টেকনাফের বাসিন্দা।
আরো পড়ুন:
রাজশাহীর মিম হত্যা মামলার আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার আরাকান আর্মির ৪ সদস্যসহ ১০ জনের নামে দুই মামলা
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরের দিকে কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ শাহপরীর দ্বীপ স্টেশন ও র্যাব-১৫, সিপিসি-১ এর যৌথ অভিযানে টেকনাফের সমুদ্র উপকূল এলাকায় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা তল্লাশি করা হয়। ইঞ্জিন রুমের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় সাত মাদক কারবারিকে আটক করা হয়।
ঢাকা/তারেকুর/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জামিন পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক
সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হট্টগোল ও মারামারির অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা আহ্বায়ক আখতার হোসেন জামিন পেয়েছেন।
রবিবার (২৩ মার্চ) দুপুরে শুনানি শেষে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক ছগির আহমদ তার জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি।
এর আগে, ভোরে জেলার জালালাবাদ থানার আউশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আখতার হোসেন ওই এলাকার আব্দুল মুনিরের ছেলে।
শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘‘শনিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা নগরীর একটি কনভেনশন হলে ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানে দুপক্ষের মধ্যে হট্টগোল ও মারামারি ঘটনা ঘটে। এতে মাহবুবুর রহমান শান্ত নামের এক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় শান্ত বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় বৈষম্যবিরোধী আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আখতার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি মামলার তিন নম্বর আসামি।’’
ঢাকা/নূর/রাজীব