রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায়, ভুক্তভোগী শিশুর বাবা কালুখালী থানায় মামলা করেন। 

গ্রেপ্তার ওই যুবকের নাম দীপক সরকার (২৬)। তিনি জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া জামালপুর গ্রামের দিনেশ সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানায়, শিশুটি খেলার জন্য মাদাপুর ইউনিয়ন পরিষদের পাশে ধানের চাতালে মাটি আনতে যায়। এ সময় ধানের চাতালের কর্মচারী দীপক শিশুটিকে কাছে ডেকে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করে। শিশুটির চিৎকার করলে তাকে ছেড়ে দেয় দীপক। পরে শিশুটি তার পরিবারকে ঘটনাটি জানায়।

আরো পড়ুন:

সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ

৮ মাসের শিশুর হাত-পা ভেঙে দিলেন মা

পরিবারের লোকজনসহ এলাকাবাসী অভিযুক্তকে আটক করে মারধরের পর মাদাপুর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে।

কালুখালী থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, “এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, ইউনিয়ন পরিষদের একটি কক্ষে অভিযুক্তকে আটকে রাখা হয়েছে। পরে আমরা তাকে গ্রেপ্তার করি। প্রাথমিকভাবে মেয়েটির জবানবন্দী নিয়ে জানতে পারি, গ্রেপ্তারকৃত ব্যক্তি মেয়েটিকে যৌন নিপীড়নের চেষ্টা করেছে।”

তিনি আরো বলেন, “এ ঘটনায় কালুখালী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। আইনি কার্যক্রম শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।”

ঢাকা/রবিউল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ গ র প ত র কর প র ইউন য ন

এছাড়াও পড়ুন:

নি‌খোঁজের ৩ দিন পর পদ্মায় মিলল কি‌শো‌রের লাশ

রাজবাড়ীর কালুখা‌লী‌ উপজেলায় ‌নি‌খোঁজের তিন‌ দিন পর নীরব শেখের (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) সকা‌লে উপ‌জেলার রতন‌দিয়া ইউনিয়‌নের মাধবপুর গ্রা‌মের পদ্মা নদী থে‌কে লাশ উদ্ধার করা হয়। 

নিহত নীরব শেখ (১৭) একই ইউনিয়নের হ‌রিণবা‌ড়িয়া গ্রা‌মের জিয়ারুল শে‌খের ছে‌লে।

নিহতের স্বজ‌নেরা জানান, গত বৃহস্প‌তিবার (২০ মার্চ) রা‌তে নীবর বা‌ড়ির পা‌শে মাধবপুর বাজা‌রে যায়। গ‌ভীর রাত হ‌য়ে গে‌লেও বা‌ড়ি‌তে না ফেরায় স্বজনেরা খোঁজ কর‌তে থা‌কে। পরের দিন ‌খোঁজ না পে‌য়ে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে সন্ধান চে‌য়ে পোস্ট দেন। এর কিছু সময় পর অপ‌রি‌চিত নম্বর থে‌কে ‌নীর‌বের বাবার কা‌ছে ফোন আসে। ফো‌নে ২০ লাখ টাকা দা‌বি ক‌রেন। টাকা না দি‌লে নীর‌বকে হত‌্যা কর‌বে বলে হুমকি দেন।  টাকা নি‌য়ে পাংশা উপ‌জেলার ব্রিজের কা‌ছে যে‌তে ব‌লে ফোন কে‌টে দেন। এরপর থে‌কে ওই নম্বর‌ বন্ধ। শ‌নিবার (২২ মার্চ) স্বজনেরা কালুখা‌লী থানায় সাধারণ ডা‌য়ে‌রি ক‌রেন। রবিবার (২৩ মার্চ) সকা‌লে স্থানীয় জে‌লেরা মাছ ধর‌তে গি‌য়ে নদী‌তে লাশ দেখ‌তে পে‌য়ে পু‌লি‌শে খবর দেয়। প‌রে পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে।

আরো পড়ুন:

গাজীপুরে ঘর থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার

হাসপাতালে টয়লেটের পাইপে নবজাতক

কালুখা‌লী থানার ওসি মুহাম্মদ জা‌হেদুর রহমান জানান, শ‌নিবার ছে‌লে‌টির বাবা  সাধারণ ডা‌য়ে‌রি ক‌রেন। পু‌লিশ এ বিষ‌য়ে কাজও কর‌ছি‌ল। সকা‌লে খবর পে‌য়ে পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে। কেন এই হত‌্যাকাণ্ড সেই বিষ‌য়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

ঢাকা/রবিউল/বকুল

সম্পর্কিত নিবন্ধ