শেষ পর্যন্ত ক্যাম্পে ফিরছেন নারী দলের বিদ্রোহী ১৮ ফুটবলার। আগামী ৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প, যেখানে যোগ দেবেন সাবিনা খাতুন, মারিয়া মান্দা, মাসুরা পারভীনসহ সবাই। পরদিন ৭ এপ্রিল থেকে শুরু হবে আনুষ্ঠানিক অনুশীলন।  

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, ৫৫ নারী ফুটবলারকে ইতোমধ্যে ক্যাম্পে যোগ দেওয়ার জন্য ক্ষুদেবার্তা পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছেন বিদ্রোহী ১৮ ফুটবলারের সবাই।  

বাফুফে সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, '৬ এপ্রিল ক্যাম্প শুরু হচ্ছে। কোচ পিটার বাটলারও ওই দিনই দেশে ফিরবেন। ৭ এপ্রিল থেকে শুরু হবে অনূর্ধ্ব-২০ ও সিনিয়র দলের অনুশীলন।'

এই ক্যাম্প সামনে রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে জুনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ ও জুলাইয়ের এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য।  

উল্লেখ্য, জাতীয় দলের আরব আমিরাত সফরের আগেই সিনিয়র ফুটবলাররা বাফুফেকে বিদ্রোহের অবসানের বার্তা দিয়েছিলেন। এবার সেই প্রতিশ্রুতি অনুযায়ী মাঠে ফিরছেন তারা। ঈদের পর মাসুরা পারভীন ও রূপনা চাকমা ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলতে যাবেন বলেও জানা গেছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র ফ টবল র ফ টবল র

এছাড়াও পড়ুন:

কুষ্টিয়ায় পল্লী চিকিৎসককে হত্যার দায়ে ৯ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পল্লী চিকিৎসক লুৎফর রহমান ওরফে সাবুকে হত্যার দায়ে নয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রবিবার (২৩ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুমিয়া খানম এ রায় দেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

পিপি খন্দকার সিরাজুল ইসলাম জানান, রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। 

আরো পড়ুন:

খুলনায় সীমা হত্যা নাটকে এসআই শাহ আলমের কারাদণ্ড

মানহীন পাতা সংগ্রহ, চা কারখানাকে জরিমানা

ঢাকা/কাঞ্চন/বকুল

সম্পর্কিত নিবন্ধ