সমুদ্রে নৌকাডুবি: ৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার, বিজিবি সদস্যসহ নিখোঁজ অনেকে
Published: 22nd, March 2025 GMT
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ সমুদ্রে নৌকাডুবিতে এক শিশুসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় বিজিবির এক সদস্যসহ বেশ কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ বিজিবি সদস্য শাহপরীর দ্বীপ বিজিবি সীমান্ত ফাঁড়িতে সিপাহী পদে কর্মরত বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৭টা পর্যন্ত টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম উপকূল এলাকা থেকে ভেসে আসা রোহিঙ্গাদের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে এক শিশু এবং তিনজন নারী।
স্থানীয়রা আরও জানান, শুক্রবার রাতের মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবোঝাই একটি নৌকা টেকনাফে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া এলাকায় সাগরে ভাসতে দেখে বিজিবির সদস্যরা স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আমিনের মালিকানাধীন মাছ ধরার নৌকায় শাকের মাঝির নেতৃত্বে মাঝিমাল্লারা রোহিঙ্গা বহনকারী নৌকাটি থামানোর সংকেত দেন সমুদ্রে। পরে ওই নৌকাতে ওঠেন বিজিবি সদস্য। এ সময় উত্তাল সাগরের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। তাদের চিৎকারে নারী-শিশুসহ ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করে স্থানীয় জেলে ও বিজিবি। পরে নিখোঁজ বিজিবির সদস্যসহ রোহিঙ্গাদের সন্ধানে সাগরে তল্লাশি চালানো হয়। ডুবে যাওয়া নৌকায় অর্ধশতাধিক লোকজন ছিল বলে জানিয়েছেন উদ্ধার রোহিঙ্গারা।
এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘নৌকাডুবির ঘটনায় চার রোহিঙ্গার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় বিজিবির সদস্যসহ আরও বেশ কিছু রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: সদস যসহ র মরদ হ সদস য
এছাড়াও পড়ুন:
বুবলীকে খোঁচা দিলেন অপু?
পরনে কালো রঙের পোশাক। মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। কাজলমাখা চোখের দৃষ্টি অজানায় গিয়ে থমকে গেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবিতে এমন লুকে দেখা যায় অপু বিশ্বাসকে।
‘কোটি টাকার কাবিন’ তারকা অপু বিশ্বাস এসব ছবির ক্যাপশনে লেখেন— “ড্রামা কুইন না হয়ে, ডিভা কুইন হও।” ঢালিউড ‘কুইন’ অপু বিশ্বাসকে এমন লুকে দেখে তার ভূয়সী প্রশংসা করছেন তার ভক্ত-অনুরাগীরা। পাশাপাশি এই ক্যাপশন নিয়েও চলছে সমালোচনা।
“যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মাণিক-রতন”— আজকাল এই প্রবাদের মতো নেটিজেনরাও প্রতিনিয়ত ‘ছাই’ উড়াইয়া দেখার চেষ্টায় মত্ত থাকেন। অর্থাৎ অপুর এই বক্তব্যকে ‘রহস্যময়’ মনে করছেন তারা। প্রশ্ন উঠেছে— এই খোঁচা কাকে দিলেন অপু?
আরো পড়ুন:
ছোট ছেলের জন্মদিনে শাকিবের শুভেচ্ছা
নতুন ইতিহাস তৈরি করল রিমার্ক: শাকিব
গত শুক্রবার ছিল বুবলী-শাকিবের পুত্র শেহজাদের জন্মদিন। শাকিবের সঙ্গে তোলা শেহজাদের ছবি বুবলী তার ফেসবুকে পোস্ট করেছেন। তা স্মরণ করে ফাতেমা ইসলাম লেখেন, “সতিনের পোস্ট দেখে উনার আর সহ্য হইতেছে না। ক্যাপসনটা সতিনকে নিয়ে দিছে। কি হিংসুটে বাবারে বাবা!”
নুসরাত লেখেন, “ছোট এক বাচ্চার পিকচার তার বাবার সাথে দেখে শরীরে এত জ্বালা ধরে গেছে…।” সাদিয়া নামে একজন লেখেন, “বুবলী পোস্ট দিয়েছেন, উনারও দেওয়া লাগবেই।” খালেদা লেখেন, “আপনি ড্রামা কুইন।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে অপুর পোস্টের কমেন্ট বক্সে। এ নিয়ে নানা ধরনের চর্চা চললেও বুবলী কিংবা অপু কেউিই আলাদা করে কোনো বক্তব্য দেননি।
ঢাকা/শান্ত