সদর উপজেলার ফতুল্লায় বক্তাবলী ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকেলে বক্তাবলী ইউনিয়নের প্রতাপনগর এলাকায় এই মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। এছাড়া অন্যান্যদের ভেতর উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব তামীম আহমেদ, নারায়ণগঞ্জের সংগঠক তানজিম, জুবায়ের হোসেন তামজিদ, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন, দেশের মানুষকে প্রতিনিধিত্ব করার মতো রাজনৈতিক দল বা পক্ষ বাংলাদেশে রয়েছে। সুতরাং ৫ আগস্ট বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। আগামীতে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ও নির্বাচনে সেই আওয়ামী লীগের কোনো স্থান হবে না।’

তিনি আরও বলেন, রাজনৈতিক নেতৃত্বের ভেতরে অনৈক্য তৈরি হলে সেখানে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগসন্ধানী হয়ে ওঠে। এখন যে পরিবেশ, পরিস্থিতি রয়েছে, সেখানে রাজনৈতিক ঐক্য থাকা জরুরী।

কারন বাংলাদেশে এখনো ফ্যাসিবাদী শক্তি ও তার দোসরেরা বিভিন্ন জায়গায় রয়ে গেছে। বাংলাদেশের নেতৃত্ব আগামী দিনে যার হাতেই যাক না কেন, একটি সুন্দর রাজনৈতিক ব্যবস্থা এদেশে প্রয়োজন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইফত র র জন ত ক

এছাড়াও পড়ুন:

এসিতে যত প্রযুক্তি

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ