সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চাচা-ভাতিজাকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার সকালে র‌্যাব-১২ এর সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের রবিউল ইসলাম (২৫), একই গ্রামের আবু হানিফ (২৪) ও ফেরদৌস সেখ (১৮)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুক্রবার বৈকণ্ঠপুর গ্রাম থেকে চাচা-ভাতিজা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

রাতেই তাদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সিরাজগঞ্জ ডিবি পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলে জানান রায়গঞ্জ থানার ওসি মো.

আসাদুজ্জামান।

গত ১৬ মার্চ রাতে বৈকণ্ঠপুর গ্রামের বদিউজ্জামানের সেখের ছেলে নির্মাণশ্রমিক রিয়াজ উদ্দিন সেখ (২১) ও তোতা সেখের ছেলে হৃদয় সেখ (১৮) নিখোঁজ হন। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। চার দিন পর ২০ মার্চ বিকেলে বৈকণ্ঠপুর বেইলি ব্রিজের নিচে একটি ডোবার কচুরিপনার মধ্যে থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রিয়াজ উদ্দিনের বড় ভাই আল আমিন সেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: স র জগঞ জ স র জগঞ জ

এছাড়াও পড়ুন:

টেকনাফে অটোরিকশা থামিয়ে অপহরণ চেষ্টা, আটক ৩

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে অটোরিকশা থামিয়ে যাত্রীদের অপহরণের চেষ্টাকালে তিনজনকে আটক করেছেন স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

শনিবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকায় ঘটনাটি ঘটে। টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- টেকনাফ সদর উপজেলার দরগার ছড়া এলাকার মো. রাকিব (২৪), সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা ৩ নম্বর ওয়ার্ড এলাকার মো. রুবেল (৩০) এবং টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার ওমর ফারুক (২৭)।

আরো পড়ুন:

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আটক ৭

জুলাই বিপ্লবে শহীদ জসিমের মেয়েকে ‌সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১

টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দিন জানান, অটোরিকশার গতিরোধ করে যাত্রীদের অপহরণের চেষ্টা করেন কিছু ব্যক্তি। এসময় যাত্রীদের চিৎকার শুনে আশপাশে থাকা লোকজন এগিয়ে এসে তিনজনকে ধরে ফেলেন। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। এসময় আটককৃতদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • কুষ্টিয়ায় সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসে ডাকাতি
  • টেকনাফে অটোরিকশা থামিয়ে অপহরণ চেষ্টা, আটক ৩
  • সোয়ারীঘাটে গণপিটুনিতে নিহত তরুণের পরিচয় পাওয়া গেছে
  • কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ আহত ১৫ জন
  • ছিনতাইকারী সন্দেহে জনতার ধাওয়ায় তিনজনের নদীতে ঝাঁপ, সাঁতরে ওঠার পর গণপিটুনিতে নিহত ১
  • যেসব গণমাধ্যম সাংবাদিকদের সম্মানজনক বেতন দেবে না, তাদের আর দরকার নেই: প্রেস সচিব