টাকার মধ্যে শুয়ে আছেন রুনা লায়লা, এত টাকা পেলেন কোথায়
Published: 22nd, March 2025 GMT
টাকার মধ্যে শুয়ে আছেন রুনা লায়লা। ছুটছেনও টাকার জন্য। সেই সঙ্গে তাঁর জীবনে ঘটে যাচ্ছে নানা ঘটনা। সাধারণ সরকারি চাকরিজীবী এই রুনার জীবন ধীরে ধীরে বদলাতে থাকে। এত টাকা তিনি পেলেন কোথায়? এমনই এক ঘটনার প্রবাহ দেখানো হয়েছে আড়াই মিনিটের ট্রেলারজুড়ে।
হইচই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আজ সন্ধ্যা ৭টায় মুক্তি দেওয়া হয়েছে আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ ‘জিম্মি’র ট্রেলার। যেখানে রুনা লায়লা চরিত্রে দেখা মিলেছে জয়া আহসানের। সেই সঙ্গে ঝলক মিলেছে ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, এরফান মেধা শিবলুসহ আরও অনেকের।
সিরিজটি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতা আশফাক নিপুন বলেন, ‘আমাদের সিরিজের প্রথম ঝলক দর্শকের সামনে এসেছে। আশা করছি তাঁরা ট্রেলারটা পছন্দ করেছেন। পুরো টিম মিলে আমরা চেষ্টা করেছি নতুন ও ভিন্ন ধরনের একটা গল্প দর্শকে দেখানোর। এখন শুধু মুক্তির অপেক্ষা।’
‘জিম্মি’র ট্রেলারে জয়া আহসান। হইচই.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টাকার মধ্যে শুয়ে আছেন রুনা লায়লা, এত টাকা পেলেন কোথায়
টাকার মধ্যে শুয়ে আছেন রুনা লায়লা। ছুটছেনও টাকার জন্য। সেই সঙ্গে তাঁর জীবনে ঘটে যাচ্ছে নানা ঘটনা। সাধারণ সরকারি চাকরিজীবী এই রুনার জীবন ধীরে ধীরে বদলাতে থাকে। এত টাকা তিনি পেলেন কোথায়? এমনই এক ঘটনার প্রবাহ দেখানো হয়েছে আড়াই মিনিটের ট্রেলারজুড়ে।
হইচই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আজ সন্ধ্যা ৭টায় মুক্তি দেওয়া হয়েছে আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ ‘জিম্মি’র ট্রেলার। যেখানে রুনা লায়লা চরিত্রে দেখা মিলেছে জয়া আহসানের। সেই সঙ্গে ঝলক মিলেছে ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, এরফান মেধা শিবলুসহ আরও অনেকের।
সিরিজটি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতা আশফাক নিপুন বলেন, ‘আমাদের সিরিজের প্রথম ঝলক দর্শকের সামনে এসেছে। আশা করছি তাঁরা ট্রেলারটা পছন্দ করেছেন। পুরো টিম মিলে আমরা চেষ্টা করেছি নতুন ও ভিন্ন ধরনের একটা গল্প দর্শকে দেখানোর। এখন শুধু মুক্তির অপেক্ষা।’
‘জিম্মি’র ট্রেলারে জয়া আহসান। হইচই