সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ এস এম এনামুল হক প্রিন্সের মাতা মরহুমা রেজিয়া বেগম, মরহুম ব্যাংকার সুলতান উদ্দিন আহম্মেদ, সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এ কে এম মোজাম্মেল হকের মরহুমা স্ত্রী হুমায়রা শাহান ও মরহুম ব্যাংকার নূরুল ইসলাম মোল্লার জন্য দোয়া, মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

ব্যাংকার সুলতান উদ্দিন আহামেদ ফাউন্ডেশনের উদ্যোগে ফতুল্লার মাসদাইরস্থ নিজ বাস ভবনে শুক্রবার বাদ মাগরিবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন মাদ্রাসার ঈমাম। 

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার এতিম শিক্ষার্থী, সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এ কে এম মোজাম্মেল হক, জাকির হোসেন, মোঃ কমল মিয়া, মাহাবুব আল ইসলাম সাদমান, হিমায়ের, ফাহাদ, শোয়াইব প্রমুখ।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ম ক ত আওয় জ মরহ ম

এছাড়াও পড়ুন:

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন 

আগামী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে‌ছে সরকার।

নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে রবিবার (২৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করলো। ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

জরুরি পরিষেবা যেমন-বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে। 

হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে।

চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে।
জরুরি কাজে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২০ মার্চ) তিন এপ্রিলের ছুটি ঘোষণা সংক্রান্ত প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়।

আগেই ঈদে টানা পাঁচ দিন সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। ঈদের আগে-পরেও মিলছে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি। ৩ এপ্রিল সরকা‌রি ছুটি ঘোষণা করায় এবার ঈদে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পেলেন সরকারি চাকরিজীবীরা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ (সোমবার) বা ১ এপ্রিল (মঙ্গলবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে ৩১ মার্চ ঈদুল ফিতর ধরে ঈদের ছুটি ঘোষণা ক‌রে সরকার।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ