হাতিরঝিল থেকে ৫ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ৪
Published: 22nd, March 2025 GMT
রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি প্রাইভেট কার থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই সঙ্গে গাড়িতে থাকা চারজনকে আটক করা হয়। পরে এ ঘটনায় রমনা থানায় মামলা করে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হয়।
গণমাধ্যমে পাঠানো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয় জব্দ করা ইয়াবার মূল্য আনুমানিক ৫ কোটি টাকা।
গ্রেপ্তার চারজন হলেন নজরুল ইসলাম (৩৪), আল মামুন (৩২), মোহাম্মদ ফারুক (৪৬) ও তানিয়া (৩২)। আসামিদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি প্রাইভেট কার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য বলছে, তিন মাস আগে সংস্থাটি জানতে পারে, সংঘবদ্ধ একটি চক্র বায়িং ও আবাসন ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছে। এর ধারাবাহিকতায় গতকাল হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। আসামিরা দীর্ঘদিন টেকনাফ থেকে বিলাসবহুল গাড়িতে করে ইয়াবার বড় বড় চালান এনে ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায় তা বিক্রি করতেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নতুন বছরকে বরণ করে নিল পিরোজপুর বিশ্ববিদ্যালয়
নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে (১৪৩২ বঙ্গাব্দ) বরণ করে নিয়েছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি)।
বর্ষবরণ উপলক্ষে সোমরাব (১৪ এপ্রিল) সকাল ১১টায় আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুল ইসলাম আনন্দ শোভাযাত্রা উদ্বোধন করেন।
ড. শহীদুল ইসলাম বলেন, “এ দিনটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসার দিন। আজ একটি নতুন দিনের, নতুন বছরের আগমন। এদিন আমরা নতুন করে স্বপ্ন দেখি, নতুন করে পথচলার প্রতিজ্ঞা করি। পুরনো দিনের সকল গ্লানি, মলিনতা ধুয়ে যাক এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি বলেন, “নতুন বছর বয়ে আনুক সবার জন্য অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আসুন আমরা সবাই সম্মিলিতভাবে একটি উন্নত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করি- নতুন বছরে এই হোক আমাদের অঙ্গীকার।”
পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে উপাচার্যের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের সিও অফিস মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে।
এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। তারা নাচ, গান, আবৃত্তি, একক অভিনয়সহ বিভিন্ন পরিবেশনায় দিনভর সবাইকে মাতিয়ে রাখেন।
ঢাকা/তাওহিদ/মেহেদী