ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে চুরির অভিযোগে গণপিটুনিতে লিটন (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাতে ইউনিয়নের চর হকদি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিটন একই ইউনিয়নের বালিগাঁও গ্রামের হজু মেম্বার বাড়ির আবু তাহেরের ছেলে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা অভিযোগ করেন, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে চর হকদি গ্রামের হাজী বারেক মিয়ার বাড়ির পানু মিয়ার ঘরে চুরি করতে ঢোকেন লিটনসহ তিন জন। বাড়ির লোকজন টের পেলে চোর চক্র পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দুজন পালিয়ে গেলেও লিটনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি বলেন, ‘‘চুরির অভিযোগে গণপিটুনিতে লিটন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিন বছর আগেও চুরির অভিযোগে এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়েছিল।’’

ঢাকা/সাহাব/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গণপ ট ন

এছাড়াও পড়ুন:

দাম কমছে ইন্টারনেটের

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ।

শনিবার (২২ মার্চ) কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সার্ভিস দুই ক্ষেত্রেই কোম্পানিগুলোর খরচ কমে আসবে।

প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ইন্টারনেটের দাম কমানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। মানুষ যেন সাশ্রয়ে ইন্টারনেট পায় তার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারি পর্যায়ে মূল্য কমানো তার মধ্যে অন্যতম। এ সিদ্ধান্তের ফলে ইন্টারনেটের আন্তর্জাতিক গেটওয়ে লেভেলে সব ব্যান্ডউইথের জন্য দাম ১০ শতাংশ কমে আসবে। এছাড়া,  ব্যাকবোন পর্যায়ে মোবাইল কোম্পানিগুলোকে ডিডাব্লিউডিএম সুবিধা দেওয়ার কথা হচ্ছে। যার ফলে ট্রান্সমিশন বাবদ টেলিকম কোম্পানিগুলোর খরচ ৩৯ শতাংশ কমে যাবে।

প্রধান উপদেষ্টার এ বিশেষ সহকারী বলেন, “টেলিকম অপারেটরদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে।  অপারেটররা ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের মূল্য ১০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনবেন বলে আশা করা যাচ্ছে।”

তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ আরো জানান, আগামী বছরের মাঝামাঝি তৃতীয় সাবমেরিন ক্যাবল সিমিউই-৬ এর সঙ্গে যুক্ত হবে বাংলাদেশ।

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ