প্যারিসে হেলদি সিটি সামিটে ডিএনসিসি প্রশাসক
Published: 22nd, March 2025 GMT
প্যারিসে আয়োজিত ‘পার্টনারশিপ ফর হেলদি সিটিজ সামিটে’ অংশ নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। ১৮-২১ মার্চ অনুষ্ঠিত এই সম্মেলনে ৬১টি শহরের প্রতিনিধিরা অংশ নেন।
সামিটে অংশগ্রহণের বিষয়ে ডিএনসিসি প্রশাসক জানান, ঢাকার অন্যতম বড় চ্যালেঞ্জ বায়ুদূষণ, যা আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া মোকাবিলা সম্ভব নয়।
এ সময় শিল্পোন্নত দেশগুলোকে ঋণের পরিবর্তে জলবায়ু তহবিল থেকে আর্থিক অনুদান দেওয়ার আহ্বান জানান তিনি।
আরো পড়ুন:
ঢাকা দক্ষিণ সিটি পরিচালনা কমিটির পঞ্চম সভা
ঈদের আগেই প্রস্তুত হচ্ছে মিরপুরের ৬০ ফিট রাস্তা: ডিএনসিসি প্রশাসক
ডিএনসিসি প্রশাসক আরো বলেন, “ঢাকাকে শুধু হেলদি বা গ্রিন নয় বরং ন্যায্যতার শহর হিসেবে গড়ে তুলতে হবে।”
এ লক্ষ্যে নগর ছাত্রাবাস, বিশ্রাম কেন্দ্র ও পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।
ঢাকা/এএএম/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ড এনস স ড এনস স
এছাড়াও পড়ুন:
সুন্দরবনে নতুন এলাকায় আগুন, নিয়ন্ত্রণে কাটা হচ্ছে ফায়ারলাইন
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ি এলাকার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রায় দেড় কিলোমিটার দূরে তেইশের ছিলা এলাকায় নতুন করে আগুন লেগেছে। আজ রোববার সকালে সেখানে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। পরে বনকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা মিলে ফায়ারলাইন কাটতে শুরু করেন।
ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) বিপুলেশ্বর দেবনাথ আজ বেলা পৌনে একটায় প্রথম আলোকে বলেন, ধানসাগর ও গুলিশাখালী বন টহল ফাঁড়ির মাঝামাঝি তেইশের ছিলা এলাকায় এখন আগুন জ্বলছে। পৌনে দুই ঘণ্টা ধরে সেখানে বন বিভাগ কাজ করছে। আগুন বেশ কিছুটা ছড়িয়েছে। তবে কতখানি এলাকায় আগুন ছড়িয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি বন বিভাগ।
গতকাল শনিবার সকালে কলমতেজী বনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দুপুর থেকে বন বিভাগ, সিপিজি, ভিটিআরটি, টাইগার টিমের শত শত লোকজন কাজ শুরু করেন। বিকেলের মধ্যে ফায়ারলাইন কাটা শেষ করে বন বিভাগ। সন্ধ্যার আগে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গেলেও পানি দিতে পারেনি। পানির উৎস দূরে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। রাত ৯টা থেকে বন বিভাগের নিজস্ব পাম্প ও পাইপলাইনের মাধ্যমে পানি দেওয়া শুরু হয়। রাতভর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে আজ সকালে কলমতেজী টহল ফাঁড়ি এলাকা থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তর-পশ্চিমে তেইশের ছিলা এলাকায় ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়।
স্থানীয় বনজীবী আজিজুল হাওলাদার বলেন, বনসংলগ্ন এলাকায় কিছু ব্যক্তি নিজের স্বার্থে বারবার আগুন লাগাচ্ছে। বর্ষা মৌসুমে মাছ ধরার সুবিধার্থে একটি মহল বারবার সুন্দরবনে আগুন দেয়। তারা শিং, মাগুরসহ এই প্রজাতির জিওল মাছ ধরতে বনে আগুন দেয়। বনের নতুন এলাকায় আগুন বেশ ভয়াবহ আকার ধারণ করেছে বলে তিনি জানান।
আরও পড়ুনসুন্দরবনে থেকে থেকে জ্বলছে আগুন, রাত নামায় পানি দেওয়া যায়নি১৮ ঘণ্টা আগেসুন্দরবন–পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, কলমতেজীতে লাগা আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। নতুন করে তেইশের ছিলা নামক স্থানে আগুন লেগেছে। বেলা সাড়ে এগারোটার দিকে ড্রোন ও জিপিআরএস ট্রাকিং এর মাধ্যমে ওই আগুন দেখা গেছে।