জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে মহানগরীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। এ সময় ৩৯৩ জনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২২ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, বৃহস্পতিবার (২০ মার্চ) ও শুক্রবার (২১ মার্চ) দুইদিনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ১৩৩৪টি টহল টিম দায়িত্ব পালন করে। তন্মধ্যে রাতে ৬৮০টি ও দিনে ৬৫৪টি টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৯৫৮টি, ফুট পেট্রোল টিম ১৪৬টি ও হোন্ডা পেট্রোল টিম ২৩০টি। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ১৪২টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়। গত দুই দিনে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৯৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রয়েছে ৩৩ জন ডাকাত, ২২ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চার জন চাঁদাবাজ, ১৮ জন চোর, ৫৫ জন মাদক কারবারি, ৭৩ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী।
অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত ১০ রাউন্ড পিস্তলের গুলি, একটি চাপাতি, দুটি চাকু, একটি রামদা, একটি তলোয়ার, একটি কাটার, একটি ক্যারিং ব্যাগ, ২১টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, দুটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার ও নগদ পাঁচ লাখ ৬২ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে সাত কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৭৪৯ পিস ইয়াবা, ২০ গ্রাম হেরোইন, ছয় বোতল ফেন্সিডিল, সাত বোতল বিদেশি মদ, সাত ক্যান বিয়ার ও ১৬টি মদের খালি বোতল।
আরো পড়ুন:
সিরাজগঞ্জে চাচা-ভাতিজা হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩
কুড়িগ্রামে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ঢাকা/এমআর/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে পার্কে গোলাগুলিতে নিহত ৩, আহত ১৫
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে একটি পার্কে গোলাগুলির ঘটনায় কমপক্ষে তিনজন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছেন। খবর সিএনএনের।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার রাত ১০টার দিকে নিউ মেক্সিকোর লাস ক্রুসেসের ইয়ং পার্কে একটি গাড়ি প্রদর্শনী চলাকালে দুই পক্ষের ঝগড়ার মধ্য দিয়ে গুলি চালানোর ঘটনাটি ঘটে এবং পরে তা গুলি বিনিময় পর্যন্ত গড়ায়। ঘটনাস্থলে ৫০-৬০টি গুলির খোসা পাওয়া গেছে।
গোলাগুলির সময় পার্কে প্রায় ২০০ মানুষ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
দাম কমাতে তুরস্ক-দ. কোরিয়া থেকে ডিম আমদানি করবে যুক্তরাষ্ট্র
ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র মার্কিন মালিকানায় নেওয়ার প্রস্তাব ট্রাম্পের
শনিবার এক সংবাদ সম্মেলনে লাস ক্রুসেস পুলিশ প্রধান জেরেমি স্টোরি জানান, সাম্প্রতিক সময়ে ইয়ং পার্কটি সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিনত হয়েছে।
স্টোরি বলেন, “পুলিশ বিভাগ অপরাধ কমাতে পদক্ষেপ নিয়েছে, যেমন রাত ১১ টায় পার্কটি তালাবদ্ধ করা। কিন্তু আমরা এখনও এর সাথে লড়াই করছি।”
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দুজনের বয়স ১৯ বছর এবং একজনের বয়স ১৬ বছর। অন্যদিকে আহতদের বয়স ১৬ থেকে ৩৬ বছরের মধ্যে।
লাস ক্রুসেসের মেয়র এরিক এনরিকেজ এক সংবাদ সম্মেলনে বলেন, এটি আমাদের শহরের জন্য এক মর্মান্তিক ও ভয়াবহ ঘটনা। আমি এখানকার বাসিন্দাদের একত্রিত হতে, শক্তিশালী হয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে এবং আমাদের শহরে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার মুখোমুখি হতে অনুরোধ জানাতে চাই।
নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুজান গ্রিশাম বলেছেন, গুলিবর্ষণের এই ঘটনায় তিনি ব্যথিত ও আতঙ্কিত।
গভর্নর আরো বলেন, লাস ক্রুসেসে সহিংস অপরাধ গত বছরের তুলনায় ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এফবিআই, নিউ মেক্সিকো স্টেট পুলিশসহ অন্য আইন প্রয়োগকারী সংস্থা লাস ক্রুসেস পুলিশকে তদন্তে সহায়তা করছে।
পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি, তবে তদন্তকারীরা সক্রিয়ভাবে কাজ করছেন।
লাস ক্রুসেস মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ৪১ মাইল উত্তরে চিহুয়াহুয়ান মরুভূমির প্রান্তে অবস্থিত।
মার্কিন কর্তৃপক্ষের তথ্য অনুসারে, বন্দুক হামলার এ ঘটনাটি ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে ৫৩তম গোলাগুলির ঘটনা।
ঢাকা/ফিরোজ